অভিষেকের জন্য খালি থাকবে আসন, সমন্বর বৈঠকের আগে ইডি-র তলব নিয়ে কড়া সমালোচনা শিবসেনার

অভিষেকের জন্য খালি থাকবে আসন, সমন্বর বৈঠকের আগে ইডি-র তলব নিয়ে কড়া সমালোচনা শিবসেনার

india alliance 

মুম্বই:  আজ, বুধবার বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রথম সমন্বয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। ওই কমিটির অন্যতম সদস্য হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, আজই অভিষেককে ডেকে পাঠিয়েছে ইডি৷ সেই তলবে সাড়াও দিয়েছেন তিনি৷ তবে ইডি-র তলব নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত৷ তিনি বলেন,  “ইন্ডিয়া’র বৈঠক ভেস্তে দিতেই জোটের সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে বেছে বুধবারই তলব করেছে ইডি৷ এর থেরেই পরিষ্কার, ইন্ডিয়া জোটকে নিয়ে ভয় পাচ্ছে বিজেপি”।

সঞ্জয় জানিয়েছেন, ‘‘অভিষেকের জন্য সমন্বয় কমিটির বৈঠকে আসন খালি রাখা হবে। এর মাধ্যমেই আমারা বার্তা দিতে চাই যে, বিজেপির অত্যাচারের মুখেও বিরোধী জোটের ঐক্য অটুট রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ইন্ডিয়ার সদস্যদের উপর অত্যাচার করছে।”

সঞ্জয় রাউত এ কথা বলতেই মুখ খোলেন বঙ্গ বিজেপি নেতা সজল ঘোষ৷ তিনি বলেন, “রতনে রতন চেনে। সঞ্জয় রাউতের বিরুদ্ধে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে। উনি নিজেও ইডি হেফাজতে ছিলেন। ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে যে, ইন্ডিয়া জোট আসলে দুর্নীতিপরায়ণদের ক্লাব। এরা বাঁচার জন্য একে অপরকে আকড়ে ধরার চেষ্টা করছে”।

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোটের সমন্বয় কমিটির বৈঠকে যেতে না পারায় তাঁর পরিবর্ত অন্য কাউকে পাঠানো হবে না। তাতে কমিটির গুরুত্ব হ্রাস পাবে৷ যদিও পর্যবেক্ষকদের মতে, সমন্বয় কমিটির বৈঠক এখনই খুব গুরুত্বপূর্ণ নয়। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতাও খুব বেশি এগোবে না৷ কংগ্রেসও এ ব্যাপারে ধীরে চলতে চাইছে। মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থানে কংগ্রেস ভাল ফল করবে বলেই আশাবাদী ২৪ নম্বর আকবর রোড। সেই পরিস্থিতিতে আসন সমঝোতার আগে তাঁদের অবস্থান মজবুত রাখতে চাইছে কংগ্রেস নেতৃত্ব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =