কলকাতা: করোনার আতঙ্ক কবে কাটবে, তা নিয়ে জল্পনা। গোটা বিশ্বই আতঙ্কে রয়েছে। এরই মধ্যে সোয়াইন ফ্লু আতঙ্ক এই রাজ্যে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে সোয়াইন ফ্লু মোকাবিলায় স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই আশ্বস্ত করেছেন স্বাস্থ্য অধিকর্তা।
সোয়াইন ফ্লু-তে আক্রান্তের সংখ্যা গত একমাসের হিসেবে ২০ জনেরও বেশি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত দু'সপ্তাহে ভর্তি হওয়া প্রায় ১০ জন রোগী সোয়াইন ফ্লু আক্রান্ত বলে সূত্রের খবর। করোনা ভাইরাসের আতঙ্কের সঙ্গে স্বাভাবিকভাবেই জুড়ে গেছে সোয়াইন ফ্লু'র নাম। যদিও এটি যে পরিচিত ভাইরাস, সেই বিষয়টি নিশ্চিত করে ঘাবড়ানোর কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসক মহল। তবে অন্য বিশেষ কিছু রোগের নাম তাঁরা করেছেন। যেগুলির সঙ্গে সোয়াইন ফ্লু বিপজ্জনক আকার নেয় বলেই জানিয়েছেন তাঁরা।
চিকিৎসক সুমন পোদ্দার একই সুরে বলেন, 'সোয়াইন ফ্লু তো এখন অপরিচিত কোনও জীবাণু নয়। এর চিকিৎসাও রয়েছে। তবে এর সঙ্গে যদি ডায়াবেটিস বা লাং ডিজিজের মতো কিছু হয়, তাহলে সোয়াইন ফ্লু’র এফেক্ট বেশি হয়।' এছাড়া জনগণের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেছেন, 'এটা করোনা ভাইরাসের মতো নয়, যে এর চিকিৎসা নেই।' তবে বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। করোনা ভাইরাস রোখার জন্য যে প্রাথমিক সতর্কতা অবলম্বন করছেন দেশের মানুষ, সেই সতর্তকাই সোয়াইন ফ্লু মোকাবিলার জন্য যথেষ্ট বলে মনে করেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের মাইক্রোবায়োলজিস্ট ও শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুমন পোদ্দার। রাজ্যে সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কের প্রসঙ্গে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীও। তিনি বলেন, 'সোয়াইন ফ্লু এখন আর বিদেশি ভাইরাস নয়। এই দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে এই ভাইরাসটি। তাই আগের মতো আর সোয়াইন ফ্লু বিপজ্জনক নয়। বর্তমানে এটা সাধারণ ভাইরাস। তাই চিন্তা করার কিছু নেই।'