incomplete
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় দেওয়া তথ্য সম্পূর্ণ নয়। আবেদনপত্রে অভিষেকের সই-এ নেই৷ বুধবার কলকাতা হাই কোর্টে অভিষেকের মামলাটি উঠলে এমনটাই জানাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ৷
কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে বুধবার সকাল সাড়ে ১০ টায় ছিল সেই মামলার শুনানি৷ কিন্তু শুরুতেই ত্রুটি খুঁজে পায় আদালত। দেখা যায় আবেদনকারী হিসেবে অভিষেকের বদলে স্বাক্ষর রয়েছে তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্য়ায়ের। তার সঙ্গে কোনও অথরাইজেশন লেটার বা সম্মতিমূলক চিঠিও।
নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবারই ডিভিশন বেঞ্চে মামলা করেন অভিষেক। আজ মামলা ওঠার পর দেখা যায় অভিষেকের আবেদনে রয়েছে অমিত বন্দ্যোপাধ্যায়ের সই। নিয়ম অনুযায়ী মামলাকারী সই করতে না পারলে তাঁর বাবা বা মা সই করতেই পারেন, তবে, এর জন্য মামলাকারীকে সম্মতিসূচক চিঠি দিয়ে হয়। এই মামলার ক্ষেত্রে তেমনটা করা হয়নি৷ মামলার ত্রুটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়ে মামলা পিছিয়ে দেওয়া হয়। বুধবার বেলা দুটোয় ফের শুনানি হবে৷
মঙ্গলবার বেলা ১২ টায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কিন্তু, সময় মতো মামলার কাগজপত্র এজলাসে না আসায় শুনানি পিছিয়ে যায়। বুধবার শুনানির শুরুতেই ত্রুটি ধরা পড়ে৷ ফের পিছোয় শুনানি৷