৪৮ ঘণ্টা পরেও বিধায়ক তন্ময়ের চালকলে চলছে আয়কর-তল্লাশি, এসেছে বালিশ-বিছানা

৪৮ ঘণ্টা পরেও বিধায়ক তন্ময়ের চালকলে চলছে আয়কর-তল্লাশি, এসেছে বালিশ-বিছানা

income tax

কলকাতা: তিন দিন হতে চলল৷ এখনও বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের মালিকানাধীন রাইস মিলে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে আয়কর দফতরের তল্লাশি৷ এদিকে, বৃহস্পতিবারের মতো শুক্রবার সকালেও রাইস মিলে আসেন বিধায়ক৷ ডাকা হয় তাঁর হিসাবরক্ষক অরূপ সামন্তকেও। সূত্রের খবর, রাইস মিলের ভিতরেই দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে৷ 

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে আয়কর দফতরের আধিকারিকদের জন্য রাইস মিলে বালিশ, বিছানা আসতে দেখা যায়। মনে করা হচ্ছে, রাতে সেগুলিই ব্যবহার করছেন অফিসাররা। তাঁদের জন্য খাবারও আসতে দেখা গিয়েছে বাইরে থেকে৷ প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন তন্ময়৷ কয়েকদিন আগেই তাঁর ঘর ওয়াপাসি হয়৷ এরপরই এই আয়কর হানা৷ এমতাবস্থায় প্রতিহিংসার অভিযোগ তুলছে ঘাসফুল শিবির। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 16 =