সাতসকালে তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা! আসানসোলের একাধিক জায়গায় তল্লাশি

সাতসকালে তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা! আসানসোলের একাধিক জায়গায় তল্লাশি

income tax

আসানসোল: বুধবার সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসানসোলে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে পৌঁছল আয়কর দফতরের আধিকারিকরা। সোহরাবের স্ত্রী বর্তমানে আসানসোল পুরনিগমের কাউন্সিলর। শুধু সৌরভই নয়, বার্নপুরের এক প্রোমোটার ইমতিয়াত আলির বাড়িতেও পৌঁছে গিয়েছেন গোয়েন্দারা। তল্লাশি চলছে বার্ণপুরের রহমতনগর, ধরমপুর সহ আরও বেশ কয়েকটি জায়গায়৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে চলছে তল্লাশি। সকাল সাড়ে পাঁচটা নাগাদ সোহরাবের বাড়ির দরজায় কড়া নাড়েন গোয়েন্দারা। গোটা বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে গোয়েন্দারা হানা দিতেই ভিড় জমায় উৎসুক মানুষ৷ সোহরাবের বাড়িতে রয়েছে ৯ জন আধিকারিকের একটি দল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + nineteen =