income tax
কলকাতা: সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। বুধবার সকালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বায়রনের শমসেরগঞ্জের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকেরা। আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে৷ সেই অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিধায়কের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ।
বামেদের সমর্থনে কংগ্রেসের টিকিটে ভোটে জেতা বয়রন তিন মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ আয়কর দফতরের নজরে রয়েছে বায়রনের ব্যবসা৷ আয়কর দফতর সূত্রে খবর, বিধায়কের নামে একাধিক ব্যবসা রয়েছে। তার টাকা বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে সার্কুলেশন হয়েছে। এই অভিযোগ পাওয়ার পরই আয়কর দফতরের আধিকারিকরা প্রাথমিক তদন্ত শুরু করেন। সেই তদন্ত শেষে আজ প্রায় ৫০-৬০ জন আধিকারিক দলে দলে ভাগ হয়ে বায়রন বিশ্বাসের বাড়ি ও তাঁর একাধিক অফিসে পৌঁছে তল্লাশি শুরু করেন৷