২৪ ঘণ্টা পার, তৃণমূলে আসা বিজেপি বিধায়কের রাইসমিলে এখনও চলছে আয়কর তল্লাশি

২৪ ঘণ্টা পার, তৃণমূলে আসা বিজেপি বিধায়কের রাইসমিলে এখনও চলছে আয়কর তল্লাশি

income tax

কলকাতা: ২৪ ঘণ্টা পার। এখনও বিষ্ণপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকলে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার দুপুর ১২টা নাগাদ শুরু হয় তল্লাশি৷ শুধু চালকল নয়, বিধায়কের কার্যালয়, তাঁর পরিবারের মালিকানাধীন রাইস মিল, লজ ও মদের দোকানেও একযোগে তল্লাশি শুরু করেন আইটি আধিকারিকরা। এখনও চলছে তল্লাশি অভিযান৷ রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তের মাঝেই তন্ময়ের পরিবারিক রাইসমিলে আয়কর হানা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন তন্ময়৷ কয়েকদিন আগেই তাঁর ঘর ওয়াপাসি হয়৷ এরপরই এই আয়কর হানা৷ এমতাবস্থায় প্রতিহিংসার অভিযোগ তুলছে ঘাসফুল শিবির। 

বুধবার সন্ধে সাতটা নাগাদ বিধায়কের চালকল-সহ অন্যান্য জায়গাগুলি থেকে তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে এলেও, তাঁর পরিবারের মালিকানাধীন রাইস মিলে এখনও চলছে খানা তল্লাশি৷ ২৪ ঘণ্টা পরেও চাল কলের ভিতর থেকে বেরোননি আধিকারিকরা। জানা গিয়েছে, বিষ্ণুপুরের চূড়ামণিপুর এলাকায় অবস্থিত ওই রাইসমিলের ভিতরে আয়কর দফতরের পাঁচ জনের একটি আধিকারিক দল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 2 =