হাতে সময় খুব কম, এখনও প্যান-আধার লিঙ্ক করাননি? কী কী সমস্যা হতে পারে?

কলকাতা: এখনও আধার-প্যান লিঙ্ক করাননি? না করালে চটপট করে ফেলুন৷ কারণ, হাতে আর মাত্র  তিনটে দিন। এর মধ্যে প্যান-আধার লিঙ্ক না করালে গুণতে হতে পারে…

কলকাতা: এখনও আধার-প্যান লিঙ্ক করাননি? না করালে চটপট করে ফেলুন৷ কারণ, হাতে আর মাত্র  তিনটে দিন। এর মধ্যে প্যান-আধার লিঙ্ক না করালে গুণতে হতে পারে অতিরিক্ত হারে টিডিএস (TDS)৷ মঙ্গলবার গোটা দেশের মানুষকে আরও একবার এ কথা স্মরণ করিয়ে দিল আয়কর দফতর৷

 

এদিন এক্স হ্যান্ডেলে একটি বার্তায় আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মে প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার শেষ সুযোগ। এই সময়ের মধ্যে সকলকে লিঙ্ক করে ফেলার আর্জি জানানো হয়েছে৷ যাঁরা এই সময়সীমার মধ্যে লিঙ্ক করাবেন না, তাঁদের অতিরিক্ত হারে টিডিএস বা ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স কাটা হবে বলে সাফ জানানো হয়েছে৷  ৩১ মে-র মধ্যে প্যানের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক করা হলে অতিরিক্ত হারে কর কাটা হবে না।

 

 

প্যান-আধার লিঙ্ক না করালে শুধু অতিরিক্ত নগদই গুণতে হবে না, নিষ্ক্রিয় হতে পারে আপনার প্যান। সেক্ষেত্রে আয়কর রিটার্ন দিতে সমস্যা হতে পারে। বেতন, মেয়াদি জমায় সুদ থেকেও উচ্চ হারে টিডিএস কাটা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *