ভোটের আগে ধাক্কা! ১,৭০০ কোটি টাকা জরিমানা চেয়ে কংগ্রেসকে নোটিস দিল আয়কর দফতর

ভোটের আগে ধাক্কা! ১,৭০০ কোটি টাকা জরিমানা চেয়ে কংগ্রেসকে নোটিস দিল আয়কর দফতর

income tax

নয়াদিল্লি: ভোটের আগে বড় ধাক্কা৷ আয়কর দফতর থেকে ১৭০০ কোটি টাকার নোটিস পেল কংগ্রেস৷ কেন্দ্রীয় সংস্থার একটি সূত্রে জানা গিয়েছে, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ অর্থবর্ষ পর্যন্ত আয়কর সংক্রান্ত রিটার্ন পর্যালোচনার পরই এই অর্থ ধার্য করা হয়েছে৷  জরিমানা এবং সুদ-সহ রাহুল গান্ধী-মাল্লিকার্জুনের দলকে ১৭০০ কোটি টাকা দিতে হবে। বৃহস্পতিবার, আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ করে দিল্লি হাই কোর্ট। এর কয়েক ঘণ্টার মধ্যেই, দেশের প্রাচীনতম রাজনৈতিক দলকে ১৭০০ কোটি টাকার নোটিস দিল আয়কর বিভাগ।

কংগ্রেস নেতা অজয় মাকেন আয়কর নোটিস প্রাপ্তি কথা স্বীকার করে বলেন, ‘‘পুরনো ভিত্তিহীন অভিযোগকে হাতিয়ার করে আয়কর রিটার্ন পুনর্মূল্যায়নের নামে কংগ্রেসের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত শয়তানি শুরু হয়েছে।’’ এদিকে, আইটি বিভাগের দাবি, আয়কর আইনের ১৩(১) ধারা লঙ্ঘনের প্রমাণ রয়েছে৷ বকেয়া কর, সুদ এবং জরিমানার অঙ্ক মিলিয়ে ১,৭০০ কোটি টাকা চাওয়া হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *