দুর্গামণ্ডপে হামলা পূর্বপরিকল্পিত ও প্ররোচণামূলক, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গামণ্ডপে হামলা পূর্বপরিকল্পিত ও প্ররোচণামূলক, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা: বাংলাদেশে দুর্গোৎসবে মন্দিরে হামলা ছিল পূর্ব পরিকল্পিত ও প্ররোচনামূলক৷ এমনই দাবি করলেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷ তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য৷ এর নেপথ্যে কারও কায়েমি স্বার্থ বলেই মনে করছে বাংলাদেশ সরকার৷ প্রমাণ মিললেই তা প্রকাশ্যে আনা হবে৷ দোষীদের দৃষ্টান্তমূবলক শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন বাংলাদেশের  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷

আরও পড়ুন- দুর্গাপুজোয় তাণ্ডব! ‘হামলাকারীরা পার পাবে না’, হুঁশিয়ারি হাসিনার

এদিকে বাংলাদেশে এই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত চার হাজার জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে তিনটি মামলা রুজু করেছে পল্টন, রমনা ও চকবাজার থানার পুলিশ৷ বহু অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে৷ গ্রেফতার শতাধিক৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ বার্তা, যারা এই ধরনের অপচেষ্টা করছেন বা অপচেষ্টা করে চলেছেন তাঁদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে৷ বাংলাদেশে ধরপাকড় জারি রয়েছে৷ শুক্রবারের ঘটনায় পথে নেমে সরব হয়েছে ইসকন৷ রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিজেপি৷ বিঁধেছে তৃণমূল৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ প্রশাসনকে সতর্ক করেছে রাজ্য আইবি৷ 

প্রসঙ্গত, গত বুধবার অষ্টমীর রাতে বাংলাদেশের একাধিক পুজো মণ্ডপে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সেই সঙ্গে কড়া বার্তাও দিয়েছেন তিনি৷ হাসিনা বলেছেন, যাঁরা এই ধরনের ঘটনা ঘটাবে তাঁদেরকে আমরা খুঁজে বার করবই৷ এটা প্রযুক্তির যুগ৷ অপরাধীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যস্থা নেওয়া হবে৷ তবে বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপে কারা হামলা চালিয়েছে, কী কারণেই বা  হামলা চালানো হয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমমন্ত্রী আসাদুজ্জামান৷ তিনি বলেন, সরকার এখনও কোনও প্রমাণ হাতে পায়নি। প্রমাণ পাওয়ার পরেই বিষয়টি প্রকাশ্যে আনা হবে। তবে যে কারণেই এই হামলা হোক না কেন, দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 13 =