হরিশচন্দ্রপুরে ভোটারদের বুথে যেতে বাধা, কাঠগড়ায় বিজেপি

হরিশচন্দ্রপুরে ভোটারদের বুথে যেতে বাধা, কাঠগড়ায় বিজেপি

হরিশচন্দ্রপুর: মালদার হরিশচন্দ্রপুরে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে৷ অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ 

আরও পড়ুন- সপ্তম দফার ভোটে ৭৩ জন প্রার্থীর নামেই রয়েছে ফৌজদারি মামলা

তৃণমূলের অভিযোগ, হরিশচন্দ্রপুর বিধানসভার ছঘড়িয়া গ্রামের ১৬৩ এবং ১৬৪ নম্বর বুথে এলাকার ভোটারদের আসতে বাধা দিচ্ছে বিজেপি৷ তৃণমূল সমর্থকদের বক্তব্য, ভোট দিতে যেতে দিচ্ছে না বিজেপি সমর্থকরা৷ ওরা বলছে ভোট দিতে যেতে হবে না৷ কেন বাধা দেওয়া হচ্ছে জানি না৷ তবে সকাল থেকেই চলছে এই চোখরাঙানি৷ নানা ভাবে ভয় দেখানো হচ্ছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷  প্রসঙ্গত, আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় থেকে বিক্ষিপ্ত অশান্তিকর অভিযোগ উঠে আসছে৷ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *