আজ থেকেই মিলবে বার্ধক্য ভাতা, কারা কারা পাবেন? কোথায় হচ্ছে ক্যাম্প?

আজ থেকেই মিলবে বার্ধক্য ভাতা, কারা কারা পাবেন? কোথায় হচ্ছে ক্যাম্প?

Senior Citizen

কলকাতা: দীর্ঘদিন ধরেই রাজ্যজুড়ে বার্ধক্যভাতার দাবি জানিয়ে আসছেন বয়স্করা৷ অবশেষে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হবে বার্ধক্য ভাতা দেওযার কাজ। তবে সকলে এই সুবিধা পাবেন না৷ এই ভাতা পাবেন কেবলমাত্র ৭০ হাজার বয়স্ক মানুষ৷ কিন্তু তাঁরা কারা? কয়েকদিন আগেই বিজয়া সম্মিলনী থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭০ হাজার বৃদ্ধ-বৃদ্ধা, যাঁরা বার্ধক্য ভাতার আবেদন করেও পাননি তাঁদের দলের তরফে ভাতা দেওয়া হবে। সেই কথা মতোই আজ থেকে শুরু হচ্ছে ক্যাম্প। 

যদিও অভিষেকের এই সিদ্ধান্তের বিরোধিতায় সোচ্চার বিরোধীরা৷ তাঁদের দাবি, ‘ক্যাশ ফর ভোট’ অর্থাৎ আসন্ন নির্বাচনের জন্য টাকার বিনিময়ে ভোট কিনতে চাইছে তৃণমূল৷ তবে সে সবে আমল না দিয়েই ডায়মন্ড হারবার কেন্দ্রে শুরু হচ্ছে  বার্ধক্য ভাতা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + seven =