কয়লা-কাণ্ডে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডির, ডাকা হল লালাকেও

কয়লা-কাণ্ডে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডির, ডাকা হল লালাকেও

কলকাতা:  কয়লা পাচার মামলায় ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব করল  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৭ জুন কয়লাকাণ্ডে তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। মলয়ের পাশাপাশি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে কয়লা দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজিকেও৷ ২৮ জুন দিল্লিতে তলব করা হয়েছে লালাকে।

গত সোমবার কয়লা পাচার মামলায় দিল্লিতে তলব করা হয়েছিল মন্ত্রী মলয়কে। কিন্তু তিনি হাজিরা দেননি৷ ইডি সূত্রে খবর, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলায় প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি৷ সেই কারণেই তদন্তকারীদের মুখোমুখি হতে পারছেন না বলে আইনজীবী মারফত চিঠি দিয়ে জানিয়েছেন মলয় ঘটক। যদিও সোমবার সকালে মুর্শিদাবাদ থেকে মলয় বলেন, ‘‘ইডি আজ ডেকেছে, এমন কোনও সমন আমি পাইনি।’’ কবে ডাকা হয়েছে, কবেই বা ইডি-র সঙ্গে দেখা করবেন? সাংবাদিকরা জানতে চাইলে মলয় সাফ বলেন,  ‘‘সেটা আপনাদের কেন বলব?’’ 

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার কয়লা পাচারকাণ্ডে মলয়কে তলব করেছে ইডি। তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি অভিযানও চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে৷ তবে ইডি বার বার তলব করলেও দিল্লি যাননি মলয়।