ট্রেনের জেনারেল বগিতে রেল সফর রাহুলের, যাত্রীদের সঙ্গে দিলেন জমিয়ে আড্ডা

ট্রেনের জেনারেল বগিতে রেল সফর রাহুলের, যাত্রীদের সঙ্গে দিলেন জমিয়ে আড্ডা

Rahul

নয়াদিল্লি:  বারবার মানুষের ভিড়ে মিশে যেতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে৷ কখনও তিনি মজদুরদের সঙ্গে, কখনও কৃষকদের মাঝে উপস্থিত হয়েছে৷ গত জুন মাসে দিল্লির করোল বাগ এলাকার একটি গ্যারাজে মিস্ত্রিদের সঙ্গে বসে বাইক সারাতে দেখা গিয়েছিল তাঁকে। আবার দিন কয়েক আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন দিল্লির আনন্দ বিহার স্টেশনে৷ সেখানে তাঁকে দেখা যায় কুলির বেশে। গায়ে লাল পোশাক, মাথায় পাগড়ি হাতে কুলিদের ব্যাজ। শুধু তাই নয়, মাথায় নীল রঙের একটি ট্রলিও তুলে নেন তিনি৷ এবার ওয়ানাড়ের কংগ্রেস সাংসদকে দেখা গেল ট্রেনের জেনারেল কামরায় সাধারণ যাত্রীদের মাঝে৷ 

লোকসভা ভোটের আগেই দেশের পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। নির্বাচনকে পাখির চোখ করেই প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছেন রাহুল গান্ধী। কখনও তিনি রাজস্থান, কখনও তিনি ছুটছেন মধ্যপ্রদেশ। এরই মাঝে পৌঁছে গেলেন ছত্তীশগড়ে। নির্বাচনী সভার মাঝেই বিলাসপুর থেকে ট্রেনে চাপেন কংগ্রেস সাংসদ৷ নামেন রায়পুরে৷  প্রায় ১২৫ কিলোমিটার ট্রেন সফর করেন সাধারণ মানুষের সঙ্গে। তাও একেবারে জেনারেল কামরায়৷ কোনও এসি বা রিজার্ভেশন কামরায় নয়। ভিড়ে ঠাসা জেনারেল কামরায় উঠে বসেন তিনি। যাত্রীদের সঙ্গে খোশ মেজাজে গল্প করতেও দেখা যায় তাঁকে৷ প্রায় গোটা পথই গল্প করে কাটান রাহুল। সকলের অভাব অভিযোগের কথাও মন দিয়ে শোনেন তিনি। রাহুলের সঙ্গে ট্রেনে ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =