চিনা ভ্যাকসিন নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই করোনা আক্রান্ত ইমরান খান

চিনা ভ্যাকসিন নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই করোনা আক্রান্ত ইমরান খান

ইসলামাবাদ:  মাত্র ৪৮ ঘণ্টা আগেই চিনের তৈরি  করোনা ভ্যাকসিন নিয়েছিলেন৷ এরইমধ্যে করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ আপাতত নিজের বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি৷ তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে৷  

আরও পড়ুন-  ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! জারি সুনামি সতর্কতাও

পাক প্রধানমন্ত্রীর করোনা পজেটিভ হওয়ার খবরটি টুইট করে জানিয়েছেন সে দেশের  জাতীয় স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিশেষ সহকারী ফয়সল সুলতান। তাঁর টুইটটি রিটুইট করেছে শাসক দল তেহরিক-ই-ইনসাফ৷ প্রধানমন্ত্রীর দফতর থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে৷ জানানো হয়, তিনি করোনা আক্রান্ত৷ সেলফ আইসোলেশন রয়েছেন৷ তাঁর হালকা জ্বর রয়েছে৷ তবে গত কয়েকদিন পাক প্রাধানমন্ত্রী যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের করোনা টেস্ট বা আইসোলেশনে থাকার পরমর্শ দেননি ফয়জল৷ 

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ইসলামাবাদে নিরাপত্তা সংক্রান্ত একটি কনফারেন্সের আয়োজন করা হয়েছিল৷ ওই কনফারেন্সে বহু প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। সেখানে বিনা মাস্কেই ভাষণ দিয়েছিলেন তিনি। একইভাবে গরিবদের জন্য আবাসন উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন ইমরান খান৷ তবে বৃহস্পতিবারই চিনের তৈরি ভ্যাকসিন সাইনোফার্মের প্রথম ডোজ নেন পাক প্রধানমন্ত্রী৷ এর পরই প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে বলা হয়, ‘‘আজ করোনা টিকা নিলেন ইমরান খান৷’’

কিন্তু ভ্যাকসিন নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই করোনা আক্রান্ত হলেন তিনি৷ জানা গিয়েছে চিনের তৈরি এই ভ্যাকসিনটি কেবলমাত্র পাকিস্তানেই প্রয়োগ করা হচ্ছে৷ দু’বার ট্রায়ালের পরই এর প্রয়োগ শুরু করে দেয় পাক সরকার৷ কিন্তু টিকার প্রথম ডোজ নেওয়ার পরই ইমরান খান করোনা আক্রান্ত হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যদিও পাক জাতীয় স্বাস্থ্য পরিষেবা মন্ত্রকের বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রী মাত্র ২ দিন আগে ভ্যাকসিন নিয়েছেন৷ কোনও ভ্যাকসিন নেওয়ার পর এত তাড়াতাড়ি তাঁর কার্যকারিতা বোঝা সম্ভব নয়৷ দ্বিতীয় ডোজ নেওয়ার দুই থেকে তিন সপ্তাহ পরে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে৷’’ 

আরও পড়ুন- এক মাসেই ৪০ হাজার বার ভূমিকম্প! ফুঁসছে সর্বগ্রাসী আগ্নেয়গিরি

জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি পাকিস্তানে সাইনোফার্মের ৫ লক্ষ ডোজ পাঠায় চিন৷ এর পরেই মার্চ থেকে সে দেশে শুরু হয় টিকাকরণ৷ বুধবার দ্বিতীয় দফায় আরও ডোজ পাঠানো হয়৷ আপাতত প্রথম সারির যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে৷ তবে চিনা ভ্যাকসিনের পাশাপাশি রাশিয়ার স্পুটনিক-ভি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ডকেও জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে পাকিস্তান৷ 
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =