সন্তান পালনে কতটা জরুরি বাবা-মায়ের দায়িত্ব? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের

সন্তান পালনে কতটা জরুরি বাবা-মায়ের দায়িত্ব? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের

কলকাতা: সন্তানের ভাল-মন্দ বিচার করার দায়িত্ব বাবা-মায়ের৷ পৃথিবীর কোনও আদালত তাদের চেয়ে ভাল এবং বেশি বুঝতে পারে না৷কোনটি ভাল আর কোনটি খারাপ, বিচক্ষণতা রয়েছে শুধু মাত্র বাবা, মায়ের৷ মঙ্গলবার একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিভাবকদের একথা স্মরণ করিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের৷

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বছর পাঁচেকের এক মাত্র সন্তানকে নিজের হেফাজতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রবাসী বাবা৷ সেই মামলার শুনানি চলাকালীন এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের৷  হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, আবেদনকারী বাবা কলকাতার বাসিন্দা৷ তিনি কর্মসূত্রে আমেরিকায় থাকেন৷ তাঁর স্ত্রী রৌরকেল্লার বাসিন্দা৷ বিয়ের পর তিনি স্ত্রীর সঙ্গে আমেরিকাতেই থাকতেন৷ তাঁদের একমাত্র সন্তানের জন্ম হয় সেখানেই৷ ফলে জন্মসূত্রে ওই শিশুটি আমেরিকার নাগরিক৷ কিন্তু, সন্তানকে সঙ্গে নিয়ে মা লকডাউনে আগেই রৌরকেল্লায় চলে আসেন৷ তিনি আর আমেরিকায় ফিরতে চাইছেন না৷

অন্যদিকে, সন্তানকে নিজের কাছে রেখে সেখানেই বড় করতে চাইছেন বাবা৷ কিন্তু, তাতে আপত্তি জানান মা৷ এই পরিস্থিতিতে সন্তানকে নিজের কাছে রাখতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বাবা৷ এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল৷ শুনানির শেষে হাইকোর্ট মানবিক হয়ে নির্দেশ দিয়েছে, বাবা সপ্তাহে একবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০-৩০ মিনিট ধরে সন্তানকে দেখতে পারবেন, কথা বলতে পারবেন৷ সন্তানকে নিজের কাছে রাখতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অসংখ্য অভিভাবক৷ তাই নিজেদের মধ্যে বিবাদ না করে অভিভাবকরা যাতে নিজেদের সন্তানের ভবিষতের কথা ভাবেন, সেকথা আরও একবার এদিন মনে করিয়ে দেয় হাইকোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *