কী ভাবে পালন করবেন জিতিয়া ব্রত? জানুন ভগবান জিমুতবাহনের উপাসনার পদ্ধতি Jitiya Vrat

Importance of Jitiya Vrat কলকাতা: মা এবং সন্তানের সম্পর্ক অত্যন্ত গভীর৷ হিন্দু ধর্মে মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু কামনা করে বহু উপবাস ও উৎসব পালন করেন।…

Jitiya Vrat Celebration

Importance of Jitiya Vrat

কলকাতা: মা এবং সন্তানের সম্পর্ক অত্যন্ত গভীর৷ হিন্দু ধর্মে মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু কামনা করে বহু উপবাস ও উৎসব পালন করেন। তেমনই একটি পার্বন হল জিতিয়া ব্রত৷ এই ব্রত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ক্যালেন্ডারের অনুসারে আশ্বিন মাসে মায়েরা তাদের সন্তানের স্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য উপবাস করেন৷ একেই জিতিয়া ব্রত বলা হয়। (Importance of Jitiya Vrat)

জীবিতপুত্রিকা ব্রত Importance of Jitiya Vrat

পঞ্চাঙ্গ অনুযায়ী, প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জিতিয়া ব্রত পালন করা হয়। এই বছর জিতিয়া ব্রত পালিত হচ্ছে ২৫ সেপ্টেম্বর৷ জিতিয়া ব্রত জীবিতপুত্রিকা ব্রত নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মন থেকে এই ব্রত পালন করলে সন্তানের আয়ু বৃদ্ধি পায়৷ একইসাথে জীবনে সকল প্রকার সুখের প্রাপ্তি হয়।

 

jitiya2
জিতিয়া ব্রত

ব্রতের সময়

পঞ্চাঙ্গ অনুযায়ী, আশ্বিন মাসের অষ্টমী তিথির শুরু ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৮ মিনিটে হয়েছে। আর এই তিথির সমাপ্তি হবে পরের দিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে। সনাতন ধর্মে উদয় তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আজ, ২৫ সেপ্টেম্বর জিতিয়া ব্রত পালন করা হচ্ছে।

জিতিয়া ব্রত পারণ হবে পরের দিন৷ ২৬ সেপ্টেম্বর সূর্যোদয়ের পর পারণ করা হবে।

jitiya3
jitiya

জিতিয়া ব্রত পূজা বিধি

১. সকালে উঠে স্নান করে পরিষ্কার পোষাক পরতে হবে।
২. এর পর সূর্য দেবকে জল অর্পণ করুন।
৩. ভগবান জীমূতবাহনের সাননে প্রদীপ জ্বালিয়ে পূজা করুন এবং ব্রতের সংকল্প নিন।
৪. ব্রত কাহিনী পাঠ করুন এবং মন্ত্র জপ করুন।
৫. ভগবানের উদ্দেশে ফল ও মিষ্টি সহ অন্যান্য জিনিসের ভোগ অর্পণ করুন।
৬. ভগবানের কাছে সন্তান প্রাপ্তি ও তাদের সুরক্ষার জন্য প্রার্থনা জানান৷
৭. পরের দিন শুভ মুহূর্তে ব্রতের পারণ করুন।
৮. সব শেষে সামর্থ মতো দান করুন।

 

jitiya brat

আরও পড়ুন-

সপ্তাহের এই দিনগুলোতে মাথায় শ্যাম্পু! উপচে পড়া ধনসম্পদ

রান্নাঘরেই বড়লোক হওয়ার মোক্ষম জিনিস! 

কালীপুজো অবধি চোখে অন্ধকার! শনির চোখ রাঙানিতে ৩ রাশি জেরবার

ঘরের দেওয়ালে পেরেক পুঁতলেই কোটিপতি!

 Astrology and Spirituality: Arts, Culture & Travel: Jitiya Vrat is an auspicious festival celebrated by mothers for their children’s health and prosperity. This year, it falls on September 25. Discover the significance and rituals of Jitiya Vrat to ensure a bright future for your child!