গরমের হাত থেকে মিলবে নিস্তার, আসছে বর্ষা! কিন্তু কবে? বড় আপডেট দিল মৌসম ভবন

কলকাতা: এবার লম্বা স্পেল খেলেছিল শীত৷ সেই সময়ই আবহবিদেরা জানিয়েছিলেন ২০২৪-এ গরমও পড়বে বেশি৷ সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলেছে৷ এপ্রিলের গোড়া থেকেই শুরু হয়ে গিয়েছে দহন…

weather forecasts বৃষ্টি

কলকাতা: এবার লম্বা স্পেল খেলেছিল শীত৷ সেই সময়ই আবহবিদেরা জানিয়েছিলেন ২০২৪-এ গরমও পড়বে বেশি৷ সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলেছে৷ এপ্রিলের গোড়া থেকেই শুরু হয়ে গিয়েছে দহন জ্বালা৷ মাঝে বৃষ্টি নেমে কিছুটা স্বস্তি মিলেছিল৷ তবে মেঘ সরতেই ফের চড়েছে পারদ৷ মে মাসের শেষে এসেও গরমের হাত থেকে মেলেনি নিস্তার৷ প্রতিদিনই ভাঙছে রেকর্ড৷ বুধবার দিল্লির মুঙ্গেশপুরে তাপমাত্রা ছিল ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস! কবে মিলবে গরমের হাত থেকে মুক্তি? অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বর্ষা নিয়ে বড় আপডেট দিল দিল্লির মৌসম ভবন। আজ, বৃহস্পতিবারই কেরলে ঢুকে পড়বে বর্ষা।

মৌসম ভবনের পূর্বাভাস, ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর কেরলে প্রবেশ করার কথা। আর মৌসুমী বায়ুর হাত ধরেই দেশে ঢুকে পড়বে বর্ষা। কেরলে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে৷ তবে এবার সময়ের কিছুটা আগেই বর্ষা আসার সম্ভাবনা তৈরি হয়েছে৷ উত্তর-পূর্বের কিছু অংশেও সময়ের আগেই ঘটবে বর্ষার আগমন৷

 

ইতিমধ্যেই কেরলে বৃষ্টি শুরু হয়েছে। তিরুবনন্তপুরম, ইদুক্কি এবং ত্রিশূর জেলায় বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। পাশাপাশি কমলা সতর্কতা জারি হয়েছে কোল্লাম, পাথানামিত্তা, আলুপুজা, কোট্টায়াম ও এর্নাকুলামে৷ এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *