অরিজিতের ‘প্রথম পক্ষের বউ’ রূপরেখা? গুঞ্জনে সাফ নাকচ গায়কার

অরিজিতের ‘প্রথম পক্ষের বউ’ রূপরেখা? গুঞ্জনে সাফ নাকচ গায়কার

কলকাতা:  বলিউড থেকে টলিউড, রোমান্টিক গান এবং স্যাড সংয়ের এখন একজনই বাদশা, অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের এই ভূমিপুত্র এখন একহাতে জয় করে চলেছেন ভারতের সংগীত প্রেমীদের মন৷ তবে চলতি দশকের এই জনপ্রিয় গায়ক নিজের ব্যক্তিগত জীবনকে কিছুটা প্রচারের আড়ালে রাখতেই স্বচ্ছন্দ৷ সংবাদমাধ্যমকে রীতিমতো অনেকটাই এড়িয়ে চলেন অরিজিৎ সিং। এর এই কারণেই তাঁকে নিয়ে ভক্ত মহলে ব্যাপক কৌতূহল৷ 

সুখ্যাত এই গায়কের বর্তমান স্ত্রী তাঁর ছোটবেলার বন্ধু কোয়েল৷ তবে উইকিপিডিয়া সহ বেশ কিছু অন্তর্জাল মাধ্যমে অরিজিৎ সিংয়ের জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি করলে চোখে পড়বে, কোয়েল অরিজিতের প্রথম পত্নী নন! এর আগেই বিয়ে হয়েছিল, কিন্তু সে বিয়ে বকছর খানেকের বেশি টেকেনি জনপ্রিয় এই গায়কের৷ তাহলে এই প্রথম অরিজিৎ পত্নী কে? এই নিয়ে একটা কৌতূহল বরাবর দেখা যেত সোশ্যাল মিডিয়ায়৷ তবে সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করছে, ‘ফম গুরুকুল শো’র বিজেতা রূপরেখা বন্দ্যোপাধ্যায়! আর এই নিয়ে বিভিন্ন সোশ্যাল সাইটে শুরু হয়েছে এক নতুন গুঞ্জন৷ কেউ কেউ দাবি করছে, ২০১৩ সালে রূপরেখার সঙ্গে সাতপাকে আবদ্ধ হন অরিজিৎ সিং! কিন্তু এক বছরের মধ্যে ঘটে তাদের বিবাহবিচ্ছেদ৷ 

তবে এই জল্পনায় জল ঢেলে রূপরেখা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘আমি দেখছি সম্প্রতি গায়ক অরিজিৎ সিংয়ের জীবনের সঙ্গে আমার নাম জড়িয়ে ফেলা হচ্ছে ইন্টারনেটে৷ এইসব শুধুমাত্র গুজব৷ আমি অরিজিতের প্রথম পক্ষের স্ত্রী নই৷ বরং আমিও ওনার গানের একজন বড় ভক্ত৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =