উচ্চশিক্ষিতদের তুলনায় নিরক্ষরদের কাজের সুযোগ অনেক বেশি, সমীক্ষায় চমক

উচ্চশিক্ষিতদের তুলনায় নিরক্ষরদের কাজের সুযোগ অনেক বেশি, সমীক্ষায় চমক

job opportunities

কলকাতা: আমরা ছোট থেকেই শুনে এসেছি, ‘পড়াশোনা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে’। অর্থাৎ শিক্ষাই উন্মুক্ত করে উন্নতির পথ৷ কিন্তু সমীক্ষা বলছে অন্য কথা৷ বর্তমান ভারতীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, শিক্ষা বা চেতনা কোনওটাই কাজের সুযোগ আনে না৷ বরং, দেখা যাচ্ছে ভারতে এখন শিক্ষিতদের থেকে নিরক্ষরদেরই কাজের সুযোগ বেশি। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিল আন্তর্জাতিক শ্রম সংস্থা৷

আন্তর্জাতিক শ্রম সংস্থা ভারতের বেকার সমস্যা নিয়ে যে রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে, এ দেশে শিক্ষিত বা উচ্চশিক্ষিতদের চেয়ে নিরক্ষর বা অদক্ষ কর্মীদের কাজের সুযোগ অনেকটাই বেশি। ২০২২ সালের পরিসংখ্যান তুলে দেখানো হয়েছে, দেশের গ্র্যাজুয়েট বা স্নাতকদের মধ্যে প্রায় ২৯.১ শতাংশ বেকার। সেখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সমতুল ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার ১৮.৪ শতাংশ। নিরক্ষর বা অদক্ষ কর্মীদের বেকারত্বের হার মাত্র ৩.৪ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eight =