বালুর স্ত্রী-কন্যার ৫৮টি ফিক্সড ডিপোজটে গচ্ছিত রেশন ‘দুর্নীতি’র টাকা?

বালুর স্ত্রী-কন্যার ৫৮টি ফিক্সড ডিপোজটে গচ্ছিত রেশন ‘দুর্নীতি’র টাকা?

illegal money

কলকাতা: কোটি কোটি টাকার ‘দুর্নীতি’র ইঙ্গিত মিলেছিল আগেই৷ রেশন বন্টন দুর্নীতি মামলায় বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে৷ এমনটা আগেই দাবি করেছিল ইডি। এবার উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷ ইডি সূত্রে জানা যাচ্ছে, এই দুর্নীতির টাকায় ৫৮টি ‘ফিক্সড ডিপোজিট’ বা স্থায়ী আমানত করেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর স্ত্রী মণিদীপা মল্লিক এবং কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। ৫৮টি স্থায়ী আমানতের প্রতিটিতে গড়ে পাঁচ লক্ষ টাকা রয়েছে বলে জানা গিয়েছে৷ সব মিলিয়ে ফিক্সড ডিপোজিটে জমানো অর্থের পরিমাণ প্রায় ২ কোটি ৮৯ লক্ষ টাকা! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রথম যে চার্জশিট দেওয়া হয়েছিল, তাতেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। কেন ফিক্সড ডিপোজিট? তদন্তকারীদের একাংশের দাবি, আর্থিক ভাবে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতেই দুর্নীতির টাকা দীর্ঘমেয়াদের জন্য স্থায়ী আমানতে জমা রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =