নয়াদিল্লি: সম্প্রতি কুকুর নিয়ন্ত্রক পদের জন্যে বিএ, বিএসসি, বিকম ও বিটেক পড়ুয়াদের আবেদন চেয়েছিল আইআইটি। নিজেদের ওয়েবসাইটেই এই বিজ্ঞাপন প্রকাশ করেছিল বিশ্বখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় এই আবেদন চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞাপন প্রকাশ করার কিছুসময়ের মধ্যেই সেটি ব্যাপক ভাবে শেয়ার হয় নেট দুনিয়ায়। কিছু সময়ের মধ্যেই সেখানে কমেন্টের জোয়ার আসে। ফলে নিজেরাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের হাসির পাত্রে পরিণত করে আইআইটি।
সম্প্রতি এই বিজ্ঞাপন প্রকাশ করে আইআইটি। সেখানে কুকুর সামলানোর কাজ বা ‘ডগ হ্যান্ডলার’ পদে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়। যোগ্যতামান হিসাবে বিএ, বিএসসি, বিকম ও বিটেক অথবা সমগোত্রের স্নাতক ডিগ্রিধারী পড়ুয়াদের আবেদন করতে বলে কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আইআইটি। বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের কিছু মুহূর্ত পরেই ব্যপক রোষের মুখে পড়ে এই প্রতিষ্ঠানের কর্তারা।
এরপর গত রবিবার একটি বিবৃতি পেশ করে আইআইটি দিল্লির তরফে বলা হয়, ভুলবশত কুকুর নিয়ন্ত্রক বা ‘ডগ হ্যান্ডলার’ পদের শিক্ষাগত যোগ্যতায় বিএ, বিএসসি, বিকম ও বিটেক ডিগ্রি-ধারিদের আবেদন চাওয়া হয়েছিল। প্রতিষ্ঠান জানায়, আসলে অন্য এক বিজ্ঞাপনের অংশ ঢুকে পড়ে ওই বিজ্ঞাপনে, যার ফলেই এই অস্বস্তিমূলক কাণ্ড ঘটে। চুক্তিভিত্তিক ওই পদের জন্য ভেটেরিনারি সায়েন্সে স্নাতক ডিগ্রিধারীদের থেকে আবেদনপত্র চাইতে চেয়েছিল প্রতিষ্ঠান।
বর্তমানে ‘ডগ হ্যান্ডলার’ পদে নিয়োগ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি দিল্লি। বেশ কিছু বেওয়ারিশ পথ কুকুরের যত্ন নেওয়ার পাশাপাশি তাদের সময় মতো খাবার দেওয়া, ওষুধ কিংবা টিকা দেওয়া ইত্যাদি কাজের জন্যেই ওই পদ তৈরি করেছিল সংস্থা। যার জন্যে দরকার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। দিল্লি আইআইটি জানিয়েছে, ভুল হওয়ার দরুন আপাতত ওই পদে নিয়োগ করা হবে না। পরে যথাসময়ে এই পদে নিয়োগের জন্যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে এই ভুল দ্বিতীয়বার হবে না বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠান। বলা হয়েছে ন্যূনতম যোগ্যতার পরিপ্রেক্ষিতেই এই পদে পরে নিয়োগ করা হবে।