যে ভুল করলে সেভিংস অ্যাকাউন্টে দিতে হবে পেনাল্টি, গুণতে হবে ট্যাক্সও?

যে ভুল করলে সেভিংস অ্যাকাউন্টে দিতে হবে পেনাল্টি, গুণতে হবে ট্যাক্সও?

3 stocks recomended

কলকাতা: আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছেন তো? কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো না জানলে ঠকে যেতে পারেন! আবার অনেকেই জানেন না যে সেভিংসে টাকা জমালে আপনি পাবেন ইন্টারেস্ট। তাই, সেভিংস অ্যাকাউন্ট খোলার আগে বা এতে টাকা জমানোর আগে এই বিষয়গুলোর সম্পর্কে আপনার জানা দরকার। যাতে আপনার থেকেও ব্যাংক কখনো পেনাল্টি না নিতে পারে৷ 

বাড়িতে‌ টাকা রাখার ক্ষেত্রে ঝুঁকি আছে। কিন্তু সেভিংস অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধাটা হল, গ্রাহক এখানে নির্ভাবনায় টাকা টাকা রাখতেই পারেন৷ কিন্তু, টাকা রাখার আগে মাথায় রাখবেন সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স আপনাকে মেনটেইন করতেই হবে। কারণ সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকলে আপনাকে কিন্তু পেনাল্টি দিতে হবে। মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে৷
 

তবে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। কিছু সেভিংস অ্যাকাউন্ট আছে যেখানে মিনিমাম ব্যালেন্স বজায় রাখার কোনো প্রয়োজন নেই। সে ক্ষেত্রে আগে থেকে জেনে তারপর আপনি টাকা জমানো শুরু করবেন। এছাড়াও আরও একটা জিনিস কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে৷ সেভিংস অ্যাকাউন্টে জমা টাকায় মিলবে সুদ। এই সুদ দেয় ব্যাঙ্ক। সুদের হার বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকম৷ 

বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে ৩ থেকে ৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময় অন্তর সুদের হার পরিবর্তন করে ব্যাঙ্ক। ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক সুদ পাওয়া যায়। এটা ভেবে আপনি খুশি হতে পারেন কিন্তু, ভুলে যেটা একেবারেই গেলে চলবেনা৷ ১০ হাজার টাকার বেশি সুদে কিন্তু ট্যাক্স দিতে হয়৷ 
 

মানে আপনি যদি ১০ হাজার টাকার বেশি সুদ অর্জন করেন তাহলে আপনাকে কর দিতে হবে। গ্রাহক কোন ট্যাক্স স্ল্যাবে পড়েন তার উপর নির্ভর করে ট্যাক্স ধার্য করা হয়। আর আয়করের নিয়ম অনুযায়ী, প্রবীণ নাগরিকদের জন্য যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত সুদের পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হয়, তাহলে গ্রাহককে ৮০টিটিএ ধারার অধীনে ট্যাক্স দিতে হবে।  এই সমস্ত নিয়ম গুলো ভালো করে জেনে নেওয়ার পর সেভিংস অ্যাকাউন্টে টাকা আপনি জমাতেই পারেন কারণ।
 

এই অ্যাকাউন্টে টাকা আসতে পারে এবং কাউকে টাকা পাঠানোও যায়। যে কোনও বিলও সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। সরকারি ভর্তুকিও এই অ্যাকাউন্টে ঢুকতে পারে৷ তাছাড়া, সেভিংস অ্যাকাউন্টের আরেকটা বড় সুবিধা হল, এর মাধ্যমে বিভিন্ন উপায়ে অর্থ প্রদান করা যায়। ডেবিট কার্ড, চেক এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা যেতে পারে। ব্যাঙ্কের মোবাইল অ্যাপের মাধ্যমেও এই অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। এমনকি অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে লেনদেন সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যান গ্রাহক।

তবে সঞ্চয়ের জন্য আপনার কাছে যে শুধু এই অপশনটাই রয়েছে তা কিন্তু নয়, আপনি আপনার আয়ের টাকা থেকে ম্যানেজ করে মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন এবং সেখান থেকে ভালো রিটার্ন পেতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + five =