রাম মন্দিরে রামলালার দর্শনে গেলেই বিনামূল্য মিলবে হজমোলা!

রাম মন্দিরে রামলালার দর্শনে গেলেই বিনামূল্য মিলবে হজমোলা!

ram mandir

কলকাতা: রামমন্দিরকে কেন্দ্র করে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটানোর কৌশল নিয়েছে দেশের বেশ কিছু নামজাদা সংস্থার। আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা৷ এই শহরে মাত্র সাড়ে তিন লক্ষ জনসংখ্যার বাস৷ তবে মন্দির উদ্বোধনকে  প্রায় ১০ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হতে চলেছে। সেটাই ব্যবসার আশা জাগাচ্ছে৷ অযোধ্যায় ব্যবসা করতে মরিয়া কোকা-কোলা, বিসলেরি, হজমোলা, পার্লে থেকে আম্বানি-আদানি গ্রুপ সকলেই৷ 

ডাবর গ্রুপের একটি জনপ্রিয় ব্র্যান্ড হল ‘হজমোলা’৷ এউ পাচকের প্রচারে একটি অভিনব পন্থা নিয়েছে সংস্থা। ২২ ডিসেম্বর রামমন্দিরে আগত দর্শনার্থীদের বিনামূল্যে হজমোলা বিতরণ করবে ডাবর। অযোধ্যার তুলসী উদ্যানে একটি ‘এক্সপেরিয়েন্স সেন্টার’ও তৈরি করেছে তারা। সেখানে অযোধ্যায় আগত দর্শনার্থীরা ডাবরের অন্যান্য পণ্য যেমন তেল, ভেষজ চা, জুস ইত্যাদি টেস্ট করাবেন। লখনউ, বারাণসী এবং গোরখপুর থেকে অযোধ্যা আসার পথে হাইওয়ের উপর থাকা একাধিক ধাবার সঙ্গেও হাত মিলিয়েছে তারা৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 13 =