সন্তানদেরও কি অতীত পারিবারিক ব্যবসায় উৎসাহ দেবে? ট্রোলের মুখে সপাটে জবাব সানির

সন্তানদেরও কি অতীত পারিবারিক ব্যবসায় উৎসাহ দেবে? ট্রোলের মুখে সপাটে জবাব সানির

মুম্বই:  নিজের জাদুতে বলিউডে জায়গা পাকা করে নিয়েছেন ‘জিসম’ গার্ল সানি লিওন৷ কিন্তু তাঁর অতীত ছায়া এখনও তাড়া করে বেড়ায়৷ কিছুতেই যেন ‘পর্নস্টার’ তকমা ঘোচাতে পারেননি সানি৷ নিজের ছেলে মেয়েদেরও কি পারিবারিক ব্যবসায় উৎসাহিত করবেন তিনি? ট্রোলের মুখে পড়ে সপাটে জবাব দিলেন সানি৷ 

আরও পড়ুন- এক ঝটকায় বয়স কমল ১৫ বছর! কী করে? রহস্য ফাঁস করলেন শমা

দিন কয়েক আগে আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এ উপস্থিত হয়েছিলেন সানি৷ সেখানে তিনি জানান, অভিনয়ের পাশাপাশি একটি পারফিউম এবং একটি মেকআপ ব্র্যান্ডের ব্যবসা শুরু করেছেন৷ যা বেশ ভালেই চলছে৷ কিন্তু এই শো’র নিয়ম হল সেলিব্রিটিদের তাঁদের ট্রোলগুলি পড়ে শোনানে হয়৷ তারপর তাঁদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়৷ সেই নিয়ম মেনে সানিকেও একটি ট্রোল পড়ে শোনানো হয়৷ যেখানে বলা হয়, ‘‘পারিবারিক ব্যবসাই তো শেষ কথা #SunnyLeone, সন্তানদেরও কি সেই পথে এগোনোর পরামর্শ দেবেন?’’ 

আরও পড়ুন- সমুদ্রের কোলে বিকিনি টপের আড়ালে উন্মুক্ত ক্লিভেজ, নেটপাড়ায় উষ্ণতা ছড়ালেন ঋতাভরী

এর উত্তরে সানি সপাটে বলেন, ‘‘হ্যাঁ, পারিবারিক ব্যবসা তো ভালো৷ তবে আমি সেটা কেন করব? যদি তাঁরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাহলে তো ভালোই৷ আর যদি তাঁরা পারফিউমের ব্যবসা করে তাহলেও অসাধরণ৷ আমার একটি প্রসাধনের ব্যবসাও আছে৷ সবে চালু করেছি৷ আমি মনে করি সেটাও একটি দুর্দান্ত পারিবারিক ব্যবসা৷’’ উল্লেখ্য সানির তিনটি সন্তান৷ পাঁচ বছরের মেয়ো নিশা৷ আর তিন বছরের যমজ ছেলে নোয়া এবং আশের৷ তাঁদের মানুষের মতো মানুষ করাই সানির একমাত্র লক্ষ্য৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − two =