ইংরেজি বলতে সমস্যা হলে বাংলায় সওয়াল করুন, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ইংরেজি বলতে সমস্যা হলে বাংলায় সওয়াল করুন, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

english

কলকাতা: কলকাতা হাই কোর্টে বাংলা ভাষার পক্ষে সওয়াল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বাংলায় কেন মামলার সওয়াল করা যাবে না, এবার সেই প্রশ্নই তুললেন বিচারপতি৷ সোমবার একটি মামলার শুনানির ফাঁকে তিনি জানান, তাঁর এজলাসে বাংলা ভাষায় মামলা করা যাবে। বাংলায় সওয়াল জবাবে কোনও অসুবিধা নেই৷ তিনি সাফ বলেন, ‘‘কারও ইংরেজি বলতে সমস্যা থাকলে বাংলায় কথা বলতে পারেন। যিনি ইংরেজিতে কথা বলবেন তাঁর সঙ্গে ইংরেজিতেই কথা বলব। যিনি বাংলা বলবেন তাঁর সঙ্গে বাংলায় কথা বলব।’’ প্রসঙ্গত, এখনও কলকাতা হাই কোর্টে সওয়াল-জবাব সহ যাবতীয় কাজ ইংরেজি ভাষাতেই হয়।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিচারপতি আরও বলেন, ‘‘এক দিন এক আইনজীবী আমার এজলাসে মামলা করার সময় বাংলায় কথা বলে ফেলেছিলেন। বাংলা বলার জন্য তিনি আমার কাছে ক্ষমাও চান। কিন্তু, বাংলায় কথা বলার জন্য ক্ষমা চাইতে হবে কেন? যে দেশে নিজের মাতৃভাষা বলার জন্য ক্ষমা চাইতে হয়,সেই দেশের অবস্থা তো খুবই খারাপ। বাংলা ভাষায় কথা বলা যাবে না? নির্দেশ তো ইংরেজিতেই হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *