কংগ্রেস ক্ষমতায় এলেই জাতিভিত্তিক গণনা, দাবি রাহুলের

কংগ্রেস ক্ষমতায় এলেই জাতিভিত্তিক গণনা, দাবি রাহুলের

congress

বিলাসপুর: সংসদের বিশেষ অধিবেশনে দুই কক্ষেই পাশ হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল৷ এই বিলে ওবিসি কোটার দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। তাদের এই দাবিতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি সরকার। এবার ছত্তিশগড়ে মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গ তুলে ওবিসি ইস্যুতে মোদী সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধী। তাঁক দাবি, কংগ্রেস ক্ষমতায় এলেই ‘জাতিভিত্তিক গণনা’৷ রাহুলের কথায়, তফসিলি জাতি-উপজাতি-দলিতের মতো সমাজের অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-কে মূলস্রোতে ফেরাতে এই পদক্ষেপ করবে কংগ্রেস।

এদিন বিলাসপুরে বাঘেল সরকারের আবাস ন্যায় সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানান কংগ্রেস সাংসদ। তিনি বলেন, তফসিলি জাতি-উপজাতি-দলিত ও মহিলাদের অগ্রসর হওয়ার পথ মসৃণ করতে গেরুয়া শিবির কোনও উদ্যোগই নেয়নি। কংগ্রেস ক্ষমতায় এলে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, পূর্বতন ইউপিএ সরকারের জাতিগণনার রিপোর্ট প্রকাশ্যে আনতে মোদী সরকারের এত ভয় কিসের? বিজেপিকে নিশানা করার পাশাপাশি এই মঞ্চ থেকেই রিমোটের সাহায্যে ‘গ্রামীণ আবাস ন্যায় যোজনা’ উদ্বোধন করেন কংগ্রেস সাংসদ। মূলত, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গৃহহীন ও মাটির ঘরে থাকা মানুষদের পাকা বাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন রিমোট নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন রাহুল৷ তিনি বলেন, রাজনীতিতে দু’ধরনের রিমোট আছে। কংগ্রেস রিমোট টিপলে কৃষকরা সরকারি সাহায্য পান, স্কুল-কলেজ গড়ে ওঠে। কিন্তু বিজেপি সরকার সকলের অলক্ষ্যে রিমোট চিপে শিল্পপতিদের সুযোগ সুবিধা পাইয়ে দেয়। যার জেরে সরকারি প্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণ ঘটছে৷  বিজেপি’র রিমোটের বোতাম প্রেস হলেও, জল-জমি-জঙ্গলের অধিকার হারান সাধারণ মানুষ৷ সেই অধিকার কেড়ে নেন শিল্পপতিরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − two =