বীরু-বসন্তি থেকে তারা-সাকিনা, তারকাদের রসায়নই যখন বড় পর্দার গেম চেঞ্চার

বীরু-বসন্তি থেকে তারা-সাকিনা, তারকাদের রসায়নই যখন বড় পর্দার গেম চেঞ্চার

iconic jodis

মুম্বই: বক্স অফিসে এখন চুটিয়ে ব্যবসা করছে সানি দেওল এবং অমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’ মুভি। ছবি মুক্তির ন’দিনের মাথায় ‘গদর ২’-এর বক্স অফিস কালেকশন ৩৩৬ কোটি টাকা৷ প্রেক্ষগৃহে রীতিমতো শোরগোল ফেলেছে অনিল শর্মা পরিচালিত এই ছবি। ‘গদর’ ছবির প্রথম পর্ব মুক্তির দু’দশক পর একই রকম জাদু করছে ‘গদর ২’৷ এখনও মানুষের মধ্যে কাজ করছে সেই উত্তেজনা৷ বলিউডের একাংশের মতে, প্রেক্ষাগৃহে দর্শক টানার নেপথ্যে অন্যতম কারণ হল তারা সিং এবং সাকিনার জুটি।

২২ বছর আগে ‘গদর: এক প্রেম কথা’ ছবিতে সানি এবং অমিশার যে রসায়ন পর্দায় ধরা পড়েছিল, তা দর্শক মনে দাগ কেটে যায়৷ সেই রসায়নে  আরও একবার বুঁদ হতে ‘গদর ২’ দেখার জন্য প্রেক্ষাগৃহে এখন উপচে পড়া ভিড়৷ তবে একা সানি এবং অমিশার জুটি নয়৷ বলিউডে এমন অনেক হিট জুটি রয়েছে, যাঁদের নিয়ে রয়েছে বিস্তর উন্মাদনা৷ দেখা নেওয়া যাক তাঁদের ঝলক-

সানি ছাড়াও আরও এক নায়কের সঙ্গে অমিশার জুটি পছন্দ করেছিল দর্শক৷ আর তিনি হলেন হৃতিক রোশন৷ ২০০০ সালে মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত ছবি ‘কহো না… প্যার হ্যায়’। এটা ছিল অমিশা এবং হৃতিকের কেরিয়ারের প্রথম ছবি৷ কেরিয়ারের প্রথম ছবিই ছিল ব্লকব্লাস্টার হিট৷ ১০ কোটি  বাজেটের ‘কহো না… প্যার হ্যায়’ মুক্তির পর বক্স অফিসে ৮০ কোটি টাকার ব্যবসা করে। হৃতিক এবং অমিশার জুটি ব্যাপক হিট হয়৷ ২০০২ সালে ফের জুটি বাঁধে হৃতিক এবং অমিশা৷ বিক্রম ভাটের পরিচালনায় ‘আপ মুঝে অচ্ছে লাগনে লাগে’ ছবিটিতে অভিনয় করেন তাঁরা৷ কিন্তু, ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে৷ এর পর অবশ্য আর কখনও স্ক্রিন শেয়ার করেননি তাঁরা৷

সত্তরের দশকে মুক্তি পায় হিন্দি ফিল্ম জগতের আইকনিক ছবি ‘শোলে’৷ ওই ছবিতে বীরু-বসন্তির জুটিও দর্শকের মনে বিশেষ জায়গা করে৷ ক্রিটিকরা বলেন, এই ছবি হিট হওয়ার অন্যতম কারণ ছিল ধর্মেন্দ্র আর হেমার রোম্যান্স। এর পর বাস্তব জীবনেও জুটি বাঁধেন দুই তারকা৷ 

১৯৮৯ সালে মুক্তি পায় সুরজ বরজাতিয়া পরিচালিত ছবি ‘ম্যায়নে প্যার কিয়া’৷ এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়৷ বলিপাড়ায় শোরগোল ফেলে দেয় সলমন খান এবং ভাগ্যশ্রী। যদিও ভাগ্যশ্রী পরে আর কোনও ছবিতে অভিনয় করেননি৷ 

অক্ষয় কুমার আর ক্যাটরিনা কইফের জুটিও বেশ প্রশংসা কুড়োয়৷ ‘হম কো দিওয়ানা কর গয়ে’, ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিং’, ‘তীস মার খান’, ‘দে দনা দন’, ‘ওয়েলকাম’ এবং ‘সূর্যবংশী’র মতো ছবিতে একসঙ্গে জুটি বেঁধে পর্দা কাঁপিয়েছেন দুই তারকা৷ 

পেশাগত সূত্রেই আলাপ হয়েছিল তাঁদের৷ কিন্তু, পরবর্তীতে তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়েন৷ সেই সম্পর্ক অবশ্য টেকেনি৷ তবে পর্দায় রণবীর কাপুর ও দীপিকা পাদুকোনের সম্পর্কের রসায়ন আজও দর্শক মনে সাড়া জাগায়। বলি সূত্রে খবর, ‘ব্রহ্মাস্ত্র’ ফিল্ম সিরিজে রণবীরের মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে। দীপিকার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রীর রিয়্যাল পার্টনার রণবীর সিং।

বলিপাড়ায় জুটি নিয়ে যখন কথা হচ্ছে, তখন শাহরুখ খান আর কাজলের কথা উঠবে না, সেটা অসম্ভব৷ শাহরুখ-কাজলের জুটি হিন্দি ফিল্মজগতে ‘এভারগ্রিন’ হয়ে থাকবে৷ ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে রাজ-সিমরনের জুটি আজও ভুলতে পারেনি দর্শক৷ এছাড়াও ‘বাজিগর’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ় খান’ এবং ‘দিলওয়ালে’র মতো একাধিক হিন্দি ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখ এবং কাজলকে। বড় পর্দায় দুই তারকার কেমিস্ট্রিই যেন অর্ধেক গল্প বলে যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + five =