রাজ্যে বাড়ছে অ্যাডিনোভাইরাসের মারাত্মক প্রজাতির সংক্রমণ, সতর্কতা কেন্দ্রের গবেষকদের

রাজ্যে বাড়ছে অ্যাডিনোভাইরাসের মারাত্মক প্রজাতির সংক্রমণ, সতর্কতা কেন্দ্রের গবেষকদের

icmr

কলকাতা: করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভয় ধরাচ্ছে অ্যাডিনোভাইরাস৷ সংক্রমক ভাইরাস সম্পর্কে উদ্বেগজনক তথ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরকে ইতিমধ্যেই সতর্ক করেছেন কেন্দ্রের ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)-এর গবেষকেরা। সম্প্রতি তাঁরা জানিয়েছেন, কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির সর্বস্তরের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অ্যাডিনোভাইরাসে আক্রান্ত শিশু ও কিশোরদের কফের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ দেখা গিয়েছে অনেক শিশুর শরীরেই ক্ষেত্রেই ‘বি৭/৩’ প্রজাতির ভাইরাস-এর উপস্থিতি খুঁজে পাওয়া গিয়েছে৷

বিশেষজ্ঞরা বলছেন, এটি অ্যাডিনোভাইরাসের মারাত্মক একটা প্রজাতি৷ এর মারণ-ক্ষমতাও অত্যন্ত বেশি। এর আগে কিন্তু এ রাজ্যে বা ভারতের কোথাও অ্যাডিনোর এই  প্রজাতির উপস্থিতির কথা নথিভুক্ত হয়নি। ১৯৮৭ সালে আর্জেন্টিনায় এবং ২০০৪ সালে পর্তুগালে এই প্রজাতির অ্যাডিনোভাইরাসের খোঁজ মিলেছিল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eighteen =