নয়াদিল্লি: করোনা মোকাবিলার নয়া দাওয়াই দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)৷ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে করোনাভাইরাস চিকিৎসায় হাইড্রোক্লোরোকয়াইন ব্যবহার করার সুপারিশ করল তারা৷ আইসিএমআর-এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, করোনা আক্রান্ত হতে পারেন, অথবা করোনা লক্ষণ রয়েছে এমন ব্যক্তিদের হাইড্রোক্লোরোকয়াইন দেওয়ার যেতে পারে৷ এদিকে, কোভিড করোনা মোকাবিলায় আইসিএমআর নিযুক্ত ন্যাশনাল টাস্ক ফোর্সও হাইড্রোক্লোরোকয়াইন ব্যবহারের সুপারিশ করেছে৷
রবিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ জানিয়েছিলেন, করোনাভাইরাস আক্রান্ত ৮০ শতাংশ মানুষের সাধারণ সর্দি জ্বর হবে এবং তাঁরা নিজে থেকেই সুস্থ হয়ে যাবেন। তাঁর এই মন্তব্যে ঘিরে বিতর্কের মুখে পড়েন ভার্গব৷
The National Task Force for COVID19 constituted by Indian Council of Medical Research recommends the use of hydroxychloroquine for treatment of COVID19 for high-risk cases pic.twitter.com/xEIWkzPufu
— ANI (@ANI) March 23, 2020
যৌথ সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখার সময়ে ভার্গভ বলেন, ‘এই রোগটা আসলে কী, সেটা বুঝতে হবে৷ এই রোগে আক্রান্ত ৮০ শতাংশ মানুষের সামান্য সর্দি জ্বর হবে এবং তাঁরা নিজে থেকেই সুস্থ হয়ে যাবেন। বাকি ২০ শতাংশের ক্ষেত্রে কাশি, সর্দি, জ্বর বাড়বে এবং তাঁদের মধ্যে কিছু মানুষকে হাসপাতালে ভর্তি করতে হবে।’
এদিকে, ভারতে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা৷ আক্রান্তের সংখ্যা চারশো পেরিয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৷