মোদীর রাজ্যে হবে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ! ইডেনে একটি সেমিফাইনাল​​​, ঘোষিত সূচি​​​​

মোদীর রাজ্যে হবে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ! ইডেনে একটি সেমিফাইনাল​​​, ঘোষিত সূচি​​​​

নয়াদিল্লি: চলতি বছর ভারতে বসছে একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের আসর৷ ঘোষণা হয়ে গেল বিশ্বকাপের সূচি। বিশ্বকাপ ক্রিকেটে নিশ্চিতভাবেই বিশেষ আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ৷ দুই শিবিরের ২২ গজের যুদ্ধ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা৷ কিন্তু, বিশ্বকাপে কোথায় হবে ভারত-পাক ম্যাচ? অবশেষে সব জল্পনার অবসান৷ জানা গেল ১৫ অক্টোবরের এই ম্যাচ হবে মোদী রাজ্য গুজরাতের আমদাবাদে।

প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচ হবে ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে মুম্বইয়ে সব ম্যাচের সূচি ঘোষণা হয়ে গেল। বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনাল ও ভারত-পাকিস্তান ম্যাচ কোথায় হবে তা জানিয়ে দেন বিসিসিআই সচিব জয় শাহ৷ ৫ তারিখ থেকে বিশ্বকাপ শুরু হলেও ভারতের  প্রথম ম্যাচ ৮ অক্টোবর। পরবর্তী ম্যাচগুলি হবে যথাক্রমে ১১ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর, ২২ অক্টোবর, ২৯ অক্টোবর, ২ নভেম্বর, ৫ নভেম্বর ও ১১ নভেম্বর।

বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের একটির দায়িত্ব পেয়েছে কলকাতা, অপরটি হবে মুম্বই। এ বারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =