আইবিপিএস ক্লার্ক নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা, পড়ুন বিস্তারিত

সারা ভারতের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের 'ক্লারিক্যাল ক্যাডারে' নিয়োগের জন্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস ক্লার্কশিপের পরীক্ষার দিন ঘোষণা করেছে। প্রথমে দুটি পর্যায়ে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক ভাবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তী চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তারপর চূড়ান্ত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের নাম অ্যালোকেশনে পাঠানো হবে। এক্ষেত্রে কোনও ইন্টারভিউ'য়ের ব্যবস্থা নেই।

 

নয়াদিল্লি: সারা ভারতের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের 'ক্লারিক্যাল ক্যাডারে' নিয়োগের জন্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস ক্লার্কশিপের পরীক্ষার দিন ঘোষণা করেছে। প্রথমে দুটি পর্যায়ে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক ভাবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তী চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তারপর চূড়ান্ত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের নাম অ্যালোকেশনে পাঠানো হবে। এক্ষেত্রে কোনও ইন্টারভিউ'য়ের ব্যবস্থা নেই।

আগামী ৫, ১২ ও ১৩ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। কলকাতা সহ ভারতের একাধিক অনলাইন পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার প্রথম প্রিলিমিনারি পর্যায়ের মাল্টিপল চয়েস প্রশ্ন করা হবে। মোট ১০০ নম্বরের এই পরীক্ষায় ইংরেজি ভাষার জন্য ৩০ নম্বর, নিউমেরিক্যাল এবিলিটির জন্য ৩৫ নম্বর, ও রিজনিং এবিলিটির জন্য ৩৫ নম্বর ধার্য করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি বিষয় পিছু ২০ মিনিট করে সময় দেওয়া হবে। প্রতি প্রশ্নের মান হবে ১ নম্বর। এই পরীক্ষার জন্য আবেদনকারীরা কল লেটার নির্দিষ্ট সাইট থেকে ডাউনলোড করতে পারবেন নভেম্বর মাসে। পাশাপাশি এই প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রিলিমিনারি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইবিপিএস।

এরপর ২৪ জানুয়ারি নেওয়া হবে চূড়ান্ত পরীক্ষা। চূড়ান্ত পরীক্ষা হবে ২০০ নম্বরের। তার মধ্যে ১৯০ নম্বরের  প্রশ্নে জেনারেল ও ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বিষয়ে থাকবে ৫০ নম্বর, এর সময়সীমা ৩৫ মিনিট। এরপর থাকবে ৪০ নম্বরের জেনারল ইংরেজি বিষয়, এর ক্ষেত্রেও সময়সীমা ৩৫ মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট এর জন্যেও থাকবে ৫০ নম্বর, এক্ষেত্রে সময়সীমা ৪৫ মিনিট। শেষ বিষয় রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউটের জন্যে থাকবে ৬০ নম্বরের ৫০টি প্রশ্ন। এই চূড়ান্ত পরীক্ষায় প্রতিটি প্রশ্নে ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। এক্ষেত্রে প্রশ্ন পত্র হবে ইংরেজি ভাষায়। চূড়ান্ত পরীক্ষার কল লেটার ডাউনলোড করা যাবে ১২ জানুয়ারি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 10 =