কী ভাবে ইউপিএসসি পরীক্ষায় প্রথম হবেন? মন্ত্র দিলেন IAS টিনা দাবি

কী ভাবে ইউপিএসসি পরীক্ষায় প্রথম হবেন? মন্ত্র দিলেন IAS টিনা দাবি

b02aac8d392bdc25183c041bdc18b6fe

নয়াদিল্লি:  ইউপিএসসি৷ দেশের অন্যতম কঠিন এক পরীক্ষা৷ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে আইএএস কিংবা আইপিএস হওয়ার স্বপ্ন দেখেন এদেশের লাখো তরুণ-তরুণী৷ সেই স্বপ্ন পূরণে দিনরাত পরিশ্রমও করেন তাঁরা৷ এর জন্য প্রয়োজন হয় গভীর অধ্যাবসায়ের৷ কারণ সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করা মোটেও সহজ কথা নয়৷ কোন পথে সাফল্য ধরা দেয়, এবার সে কথাই জানালেন আইএএস অফিসার টিনা দাবি।

আরও পড়ুন- ছ’বছরে চার এজলাসে ঘুরেছে মামলা! শেষে নতিস্বীকার এসএসসি’র, এতজনকে একসঙ্গে নিয়োগপত্র

টিনার মতে, পরীক্ষায় বসার আগে পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য পরীক্ষার্থীদের নখদর্পণে থাকা উচিত। প্রয়োজনে ইউপিএসসি-র ওয়েবসাইট খুঁটিয়ে দেখতে হবে, পরামর্শ টিনার। তিনি বলেন, সবার আগে ইউপিএসসি’র ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা, সিলেবাস এবং পরীক্ষার ধরন সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করে নেওয়া উচিত পরীক্ষার্থীদের। পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে গেলে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমও পরীক্ষার্থীদের দখলে রাখতে হবে।

টিনা বলেন, কেউ যদি খুব ছোট থেকেই নিজের লক্ষ্যে স্থির থাকেন, তাহলে স্কুলে পড়তে পড়তেই শুরু করে দিতে পারেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি৷ কেউ যদি কলেজে পড়তে পড়তে প্রস্তুতি নেন, তাহলে আগে থেকেই ঐচ্ছিক বিষয় বেছে নেওয়া উচিত। 

টিনা আরও জানিয়েছেন, ইউপিএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হলে, পড়াশোনার আগে প্রতি দিন কিছুটা সময় বার করে ভাল করে সিলেবাসটা খুঁটিয়ে পড়া উচিত। পাশাপাশি সাফল্যের স্বাদ পেতে হলে ঠিকঠাক প্রকাশনী সংস্থার বই কিনে পড়াটাও খুবই জরুরি। পরীক্ষায় বসার আগে এই বইগুলি অন্তত তিন থেকে চার বার ঝালিয়ে নিতে হবে৷ টিনার পরামর্শ, সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে গেলে নিয়মিত খবরের কাগজ এবং পত্রিকা পড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষায় প্রথম হন টিনা দাবি। তিনিই প্রথম কোনও দলিত মহিলা যিনি, সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হন। প্রশিক্ষণ শেষে ২০১৬ সালে আইএএস অফিসার হিসাবে কাজ শুরু করেন৷ পোস্টিং হয় রাজস্থান। বর্তমানে মরু রাজ্যের জয়সলমেরের জেলাশাসক হিসেবে কর্মরত রয়েছেন এই আইএএস টপার৷ এর আগে বহুবার চর্চায় উঠে এসেছে টিনার ব্যক্তিগত জীবন৷

২০১৮ সালের ৭ এপ্রিল ২০১৫ সালেরই আইএএস-এ দ্বিতীয় স্থানাধিকারী আখতার আমির খানের সঙ্গে বিয়ে হয় তাঁর। আইএএসে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর প্রেমকাহিনি শোরগোল ফেলেছিল গোটা দেশে। মুসৌরিতে আইএএসে প্রশিক্ষণপর্ব চলাকালীন আলাপ হয়েছিল তাঁদের। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি৷ ২০২১ সালের ১০ অগাস্ট বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের৷ 

প্রথম স্বামী আমিরের সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি তাঁরই এক সহকর্মী প্রদীপ গাওয়ান্ডকে বিয়ে করে ফের শিরোনাম কাড়েন টিনা দাবি। টিনার বোন রিয়াও ২০২০ সালের ইউপিএসসি পাস করেন৷ ১৫তম স্থান অর্জন করেছিলেন তিনি।