ভাঙা পা নিয়েই খেলব, বিজেপিকে বোল্ড আউট করব: হুঁশিয়ারি মমতার

ভাঙা পা নিয়েই খেলব, বিজেপিকে বোল্ড আউট করব: হুঁশিয়ারি মমতার

 

পাথরপ্রতিমা: সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে অমিত শাহকে নিশানা করে মমতা দাবি করলেন, “প্রেসকে ধমকে চমকে বিজেপির হয়ে কথা বলতে বাধ্য করছে।” মমতার হুইলচেয়ারে প্রচার নিয়ে করা বিজেপির কটাক্ষের পাল্টাও দিলেন তৃণমূল নেত্রী। এদিন বহিরাগত গুন্ডা রাজ্যে ঢোকানো নিয়েঝ বিজেপিকে আক্রমণ করলেন তিনি।

কাল বাদে পরশু রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফাতেই লড়াই হবে নন্দীগ্রামে, মমতা বনাম শুভেন্দু। সময় নেই আর, তাই দিনে একাধিক জনসভা করে জোর প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দিনের প্রথম জনসভা করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায়। সেখানকার মানুষের উদ্দেশ্যে বিজেপিকে একটিও ভোট না দেওয়ার আর্জি জানান। বলেন, “এটা দিল্লির ভোট নয়, এটা বাংলার ভোট। তাও উত্তরপ্রদেশ থেকে গুন্ডা পাঠাচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশে পুলিশ ভয়ে চাকরি ছেড়ে দিচ্ছে। মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, মেয়েরা বেরোতে পারে না সকালে-দুপুরে-সন্ধ্যায়। আর আমাদের এখানকার মেয়েরা কলেজে যায়, ইউনিভার্সিটি যায়। কত পড়াশোনা করে।”

সরাসরি অমিত শাহের উপর অভিযোগ করে মমতা এদিন বললেন, “পরশুদিন অমিত শাহ বাবুর সাংবাদিক বৈঠক হল। কয়েকটা প্রেসকে ডেকে খাওয়ালো, ধমকালো, চমকালো। বলল, সার্ভে করে যদি দেখো তৃণমূল ২৫০টা আসন পাচ্ছে বলবে ১০০টা পাচ্ছে। আর বিজেপি ২০০টা পাচ্ছে।” তৃণমূল সুপ্রিমো দাবি, “গতকাল এবিপি নিউজ হিন্দিতে নাকি দেখিয়েছে বিজেপি ১৭৫টা আসন পাবে। আরে আগে ৭৫টা পাক। তারপর ১৭৫।”

হুইলচেয়ারে প্রচার নিয়ে বিজেপির কটাক্ষের জবাবে তিনি বললেন, “এই ভাঙা পা নিয়েই যা খেলব, বিজেপি তোমাকে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দেব। মনে রাখবেন খেলা হবে। মা-বোনেরা যদি দেখেন কেউ ভোট লুঠ করতে আসছে, হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন। আর কষিয়ে দুটো থাপ্পর দেবেন।” মুখ্যমন্ত্রী আরও বললেন, “আমি মানুষ চিনি। আপনাদের এই ভিড় দেখে যদি এইটুকু বুঝতে না পারি যে আপনারা আমাদেরকেই ভোট দেবেন তাহলে তো আমার রাজনীতি করাই বৃথা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =