‘স্বামীকে চুমু খাবই, আটকাতে পারবেন?’ মাস্ক না পরে পুলিশের সঙ্গে তুমুল তরজা মহিলার

‘স্বামীকে চুমু খাবই, আটকাতে পারবেন?’ মাস্ক না পরে পুলিশের সঙ্গে তুমুল তরজা মহিলার

নয়াদিল্লি: দেশজুড়ে এখন করোনার ত্রাস৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানী দিল্লি৷ হাসপাতালে দেখা দিয়েছে বেডের হাহাকার৷ নাগরিকদের কাছে বারবার কোভিড প্রোটোকল মেনে চলার আর্জি জানানো হচ্ছে সরকাররের তরফে৷ কিন্তু সব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক ছাড়াই বিনদাস ঘুরে বেড়াচ্ছেন বেপরোয়া মানুষ৷ যার প্রমাণ দিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো৷ মাস্ক না পরে ভুল স্বীকার তো দূর, উল্টে পুলিশের সঙ্গেই বচসায় জড়ালেন দম্পতি৷ 

আরও পড়ুন- করোনার দ্বিতীয় ঢেউ ‘কম শক্তিশালী’ ৭০% আক্রান্তই ৪০ ঊর্ধ্ব, জানাল ICMR

দিল্লিতে লাগু রয়েছে কোভিড-১৯ কার্ফু৷ সোমবার রাত থেকে শুরু হবে লকডাউন৷ এই পরিস্থিতির মধ্যে রবিবার মাস্ক না পরেই গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েন এক দম্পতি৷ দিল্লির দরিয়াগঞ্জ এলাকায় তাঁদের পথ আটকায় পুলিশ৷ বাধা পেয়ে উল্টে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন তাঁরা৷ রাস্তার মধ্যেই চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন তাঁরা৷ ওই দম্পতির নাম পঙ্কজ গুপ্ত এবং আভা গুপ্ত বলে জানা গিয়েছে৷ দিল্লি পুলিশের শেয়ার করা ওই ভিডিয়োতে আভাকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘‘আমি ইউপিএসসি পাস করেছি৷ আমি আমার গাড়ির ভিতরে মাস্ক পরব কেন? আমি আমার স্বামীকে চুম্বন করব৷ আটকাতে পারবেন?’’ তিনি আরও বলেন, ‘‘করোনাভাইরাস বলে কিছু নেই৷ করোনার চক্করে সব নাটক হচ্ছে৷ কেন আমার গাড়ি আকানো হল৷ আমার বাবাও একজন এসআই৷’’ অন্যদিকে পঙ্কজ বলেন, ‘‘আমি আমার স্ত্রীর সঙ্গে যাচ্ছি, আমার গাড়ি কেন আটকানো হল?’’

আরও পড়ুন – টিকা নিয়ে কী হবে? ফায়দা দেবে ‘পাউচ’, মদের লাইনে দাবি মহিলার

প্রসঙ্গত, এদিন পুলিশ এই দম্পতিকে মাস্ক পরতে বললেও তাঁরা সে কথা শোনেননি৷ উল্টে গাড়ি থেকে নেমে চিৎকার জোড়ে৷ এমনকী তাঁদের কাছে কারফিউ পাসও ছিল না৷ তীব্র বচসার পর তাঁদের দু’জনকে দরিয়া গঞ্জ থানায় নিয়ে এসে ভারতী. দণ্ডবিধির বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়৷  দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট মোতাবেকও তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে৷ রবিবারই পঙ্কজকে গ্রেফতার করে পুলিশ৷ সোমবার গ্রেফতার হন আভা৷ উল্লেখ্য, গত ৭ এপ্রিল একটি রায়ে জানিয়েছিল, কোনও ব্যক্তি গাড়ি চালালেও মাস্ক পরা বাধ্যতামূলক৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =