আমি মীরজাফর নই, যা দিয়েছিল সব মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিয়ে এসেছি: শুভেন্দু

আমি মীরজাফর নই, যা দিয়েছিল সব মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিয়ে এসেছি: শুভেন্দু

এগরা:  শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর থেকেই তাঁকে মীরজাফর আখ্যা দিয়ে বারবার বিদ্ধ করা হয়েছে৷ এমনকী প্রকাশ্য জনসভা থেকে নাম করে শুভেন্দুকে বারবার গদ্দার, মীরজাফর বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন এগরায় বিজেপি প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে প্রচারে এসে শুভেন্দু বললেন, আমি মীরজাফর নই৷ 

আরও পড়ুন-  শাহের সভার আগে শান্তিকুঞ্জে কেন্দ্রীয় মন্ত্রী, তবে কি গেরুয়া হচ্ছেন শিশির?

 
এদিন প্রচার অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী৷ এক হাত নেন তৃণমূল কংগ্রেসকে৷ তিনি বলেন, তৃণমূলের নেতারা সতীশবাবুর নাম ভুল বলছেন৷ বলছেন সতীনাথ সামন্ত৷ ওরা বলছে বর্ণপরিচয় লিখেছেন মাতঙ্গিনী হাজরা৷ এই তো অবস্থা৷ এদেরকে সরাতেই হবে৷ তিনি আরও বলেন, ‘‘আমাদের মেরুদণ্ড শক্ত৷ আমি মীরজাফর নই৷ আমাকে তৃণমূল কংগ্রেস যা যা দিয়েছিল, আমি সব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এসেছি৷’’ তাঁর কটাক্ষ, আপনাদের এই ল্যাম্পপোস্টের দরকার নেই৷ সবটা তোলাবাজ ভাইপোকে দিয়ে দেবেন৷ এর পরেই তিনি স্লোগান তোলেন, ‘‘হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে৷’’

প্রসঙ্গত, আজই এগরার জনসভা থেকে নাম না করে শুভেন্দুকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিন বলেন, স্নেহ করে গদ্দার, মীরজাফরদের পুষেছিলাম৷ আর সন্ধ্যায় তারই জবাব দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী৷ 

আরও পড়ুন- কোভিডের নামে টাকা, নরেন্দ্র মোদী করবে ফাঁকা: মমতা

এদিকে আজ শান্তিকুঞ্জে গিয়ে শুভেন্দুর বাবা শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন  কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ এল মান্ডব৷ উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি৷  এর পর থেকেই জোড় গুঞ্জন, শিশির অধিকারীর গেরুয়া হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷ জানা গিয়েছে, আগামীকাল এগরা শহরে অমিত শাহের সভায় উপস্থিত থাকবেব শিশির অধিকারী৷ জোড় জল্পনা ওই সভাতেই অমিত শাহের হাত ধরে বিজেপি’তে যোগদান করতে চলেছেন তিনি৷ আজ শান্তিকুঞ্জে গিয়ে দীর্ঘক্ষণ শিশির অধিকারীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী৷ আলোচনা শেষে কাঁথি’র সাংগঠনিক জেলার সভাপতি শিশির অধিকারীকে অমিত শাহের সভায় আসার জন্য আমন্ত্রণও জানান৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 5 =