‘আমি বিজেপি’র মতো ধান্দাবাজ, দাঙ্গাবাজ নই’, তোপ মমতার

‘আমি বিজেপি’র মতো ধান্দাবাজ, দাঙ্গাবাজ নই’, তোপ মমতার

পাথরপ্রতিমা:  দুয়ারে কড়া নাড়ছে ভোট৷ তার আগে জেলায় জেলায় ম্যারাথন জনসভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সকালে সবার আগে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমায় সভা করেন তিনি৷ সেই সভা থেকেও যথারীতি বিজেপি’কে তুলোধোনা করেলেন তিনি৷ একহাত নিলেন মোদী-শাহকে৷ 

আরও পড়ুন-  ‘জাতীয় ফুল পদ্ম, কেউ উপড়াতে পারবে না’, সাফ জানালেন দিব্যেন্দু

প্রসঙ্গত, দু’দিন আগে অমিত সাহ বঙ্গে এসে বলে গিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে পৃথক জেলা হবে সুন্দরবন৷ এদিন তাঁকে বিঁধে মমতা বলেন, ‘‘আগেই বলা হয়েছে সুন্দরবন নতুন জেলা হবে৷ এটা অন্য কারও বলার অপেক্ষা রাখে না৷ সুন্দরবনকে নতুন জেলার স্বীকৃতি দেওয়ার কাজ চলছে৷’’ তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘আমি বিজেপি’র মতো ধান্দাবাজ, দাঙ্গাবাজ নই৷ আমরা মানুষের উন্নয়ন করি৷ মানুষকে বিসর্জন দিই না৷’’

তিনি জানান, আগামীদিন নবম শ্রেণির ছেলেমেয়েরা বিনা পয়সায় সবুজ সাথীর সাইকেল পাবে৷ দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ১০ হাজার টাকা করে পাবে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্যে৷ বিনা পয়সায় এখন রাজ্যের মানুষ রেশন পান৷ শুধু তাই নয় এবার থেকে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে৷ এর জন্য লাইন দিতে হবে না৷ আপনার রেশন আপনারাই মেপে নেবেন৷ এছাড়াও কৃষক বন্ধুরা বছরে ১০ হাজার টাকা পাবেন৷ স্বনির্ভর গোষ্ঠীরে ‘জাগো’ প্রকল্পে ৫ হাজার টাকা দেওয়া হবে৷ এই প্রকল্পে ১০ লক্ষ মহিলা নেওয়া হবে৷ মা-বোনেদের ৫০০ টাকা করে হাতখরচা দেওয়া হবে৷ তফশিলি মা-বোনেরা পাবেন ১০০০ টাকা৷ ১৮ বছর বয়স থেকে সব বিধবারা ১০০০ টাকা করে ভাতা পাবেন৷ 

আরও পড়ুন- অপরাধের খাড়া নিয়েই দ্বিতীয় দফায় ভোট লড়ছেন কোটিপতিরা! দেখুন সমীক্ষা

এছাড়াও তিনি বলেন, পাথরপ্রতিমায় অনেক উন্নয়ন করা হয়েছে৷ এখানে সবচেয়ে সমস্যা ছিল যাতায়াতের৷ কয়েকশো কোটি টাকা ব্যয় করে  অসংখ্য, রাস্তা, সেতু, জেটি তৈরি করা হয়েছে৷ এখানে সপ্তমুথী সেতু তৈরি করা হয়েছে৷ সুন্দরবন এলাকায় ১৭টি নতুন সেতু হয়েছে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + one =