করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী, মহামারী রুখতে গেলেন আইসোলেশনে

গত বুধবারেই প্রিন্স চার্লস আক্রান্ত হয়েছেন করোনায়। এবার টুইটারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানালেন যে তিনিও আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। শুক্রবার একটি ভিডিও বার্তায় করোনায় আক্রান্তের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি জানিয়ছেন, আইসোলেশনের থাকা অবস্থাতেই দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করবেন তিনি ও তাঁর দলবল। আধুনিক প্রযুক্তির দৌলতে ইতিমধ্যেই দেশ পরিচালনার সেই কাজ করছেন তিনি।

3 stocks recomended

লন্ডন: গত বুধবারেই প্রিন্স চার্লস আক্রান্ত হয়েছেন করোনায়। এবার টুইটারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানালেন যে তিনিও আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। শুক্রবার একটি ভিডিও বার্তায় করোনায় আক্রান্তের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি জানিয়ছেন, আইসোলেশনের থাকা অবস্থাতেই দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করবেন তিনি ও তাঁর দলবল। আধুনিক প্রযুক্তির দৌলতে ইতিমধ্যেই দেশ পরিচালনার সেই কাজ করছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। টুইটারে নিজেই বলেছেন সেই কথা। তিনি লিখেছেন, গত ২৪ ঘণ্টা ধরেই বেশ কিছু উপসর্গ খেয়াল করছিলাম। নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। এরই সঙ্গে তিনি আরও জানান, 'আমি এখন নিজেকে আইসোলেশনে রেখেছি। কিন্তু এই ভাইরাস মোকাবিলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি আমার দায়িত্ব পালন করব।' পাশাপাশি একটি ভিডিও বার্তা দেন তিনি।