ভোটের লাইনে কয়েকশো ভোটার, ঘরে জলখাবারে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনী!

ভোটের লাইনে কয়েকশো ভোটার, ঘরে জলখাবারে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনী!

264fcd36c98ab7380b131487e4d24aa8

বিধাননগর: ভোটাররা দাঁড়িয়ে রয়েছে লম্বা লাইনে৷ অন্যদিকে, জলখাবারে ব্যস্ত রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ নিরাপত্তার এমনই ঢিলেঢালা ছবি উঠে এল বিধাননগরে৷ 

আরও পড়ুন- খোশ মেজাজে সকাল সকাল সস্ত্রীক ভোট দিলেন বিমল গুরুং

পৌনে ন’টা নাগাদ ভোটের লাইনে যখন ভিড় বাড়তে শুরু করেছে৷ তখন কেন্দ্রীয় বাহিনী রীতিমতো রিল্যাক্স করছে নিজেদের ঘরে৷ খাচ্ছেন জলখাবার৷ কেন ডিউটি করছেন না তাঁরা? জবাবে এক জওয়ান বলেন, এটা ব্রেকফাস্টের সময়৷ তবে বাকিরা কোনও জাবাব দেননি৷ উপরে কেন্দ্রীয় বাহিনীর ঘরে গিয়ে দেখা যায় প্যাকেট প্যাকেট খাবার রাখা রয়েছে৷ অনেকে আবার তৈরি হচ্ছেন৷ কাপড় গোছাচ্ছেন৷ তাঁদের মধ্যে কোনও সক্রিয়তা নেই৷ সংবাদমাধ্যম সেখানে পৌঁছনোর পর দেখা যায় তাঁদের তৈরি হতে সময় লেগে গেলে আরও কিছুক্ষণ৷ অথচ এই স্কুলের নীচে রয়েছে ৩টে বুথ৷ কয়েকশো ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন৷ যে কেন্দ্রীয় বাহিনীর উপর শান্তিতে ভোট করারনোর দায়িত্ব রয়েছে, তাঁদের এই ধরনের ঢিলেঢালা মনোভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ প্রসঙ্গত, গত চার দফার ভোটেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে৷ শীতলকুচির ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে গোটা বঙ্গ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *