নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেই মুর্শিদাবাদ জেলার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) দলবদল করতে চলেছেন বলে জল্পনা তুঙ্গে। সোমবার তিনি যা বক্তব্য রেখেছেন তাতে সেই ইঙ্গিত স্পষ্ট। হুমায়ুন স্পষ্ট বলেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীকে হারাতে গেলে অন্য রাজ্য থেকে খেলোয়াড় আনলে হবে না। তাঁর কথায়, আগেও এই কেন্দ্রে কলকাতা থেকে গায়ক আনা হয়েছিল।
কিন্তু তাতে লাভ হয়নি। তৃণমূল বারবার হেরে গিয়েছে। সেই সঙ্গে মুর্শিদাবাদে যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন তাঁদের সামনের সারিতে দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, পরিষ্কার জানিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেই তিনি তাঁর পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেবেন। বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এ প্রসঙ্গে বলেছেন, রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। সেখানে শেষ কথা বলে কিছু হয় না। তাই আগামী দিনে অনেক কিছুই ঘটতে পারে। বড় অঘটন না ঘটলে তিনি কংগ্রেসে যাচ্ছেন বলে একটি সূত্রে খবর। সেই সঙ্গে ঘনিষ্ঠ মহলে বলেছেন, তিনি দল ছাড়লে তৃণমূল বহরমপুর লোকসভা কেন্দ্রে একেবারেই সুবিধা করতে পারবে না।
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার দল পরিবর্তন করেছেন হুমায়ুন। কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছেন, সেখান থেকে বিজেপিতে গিয়েছেন, ফের কংগ্রেসে ফিরেছেন, এরপর নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন, আবার তৃণমূলে ফিরেছেন, এমনটা বহুবার ঘটেছে তাঁর রাজনৈতিক জীবনে। বহুবার দলে থেকেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। এরপর তাঁকে শো-কজ করা হয়েছে। মূলত তাঁর অভিযোগ, তাঁকে রাজ্য তৃণমূল নেতৃত্ব গুরুত্ব দেন না। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে হুমায়ুন মুর্শিদাবাদের কোনও একটি কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন বলে খবর। কিন্তু সেটা না হওয়াতেই ফের ক্ষুব্ধ হয়েছেন তিনি। তাই সোমবার থেকেই ফের বেসুরো শোনাচ্ছে তাঁকে। যে ঘটনা নিশ্চিত ভাবে খুশি করছে কংগ্রেসকে। কারণ মুর্শিদাবাদ রাজনীতিতে বেশ কিছু অঞ্চলে হুমায়ুনের যথেষ্ট প্রভাব রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনেও নিজের অনুগামীদের নির্দল হিসেবে দাঁড় করিয়ে বেশ কয়েকটি আসনে জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনে ফের সেই ভূমিকায় হুমায়ুনকে দেখা যেতে চলেছে বলেই খবর।