ভুবনেশ্বর: কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল শুরু হতে চলেছে ভুবনেশ্বরে। আগামিকাল ২২ জুলাই থেকে শুরু হবে পরীক্ষা। ভুবনেশ্বরের একটি ইনস্টিটিউটে এই ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে। এটি পরীক্ষার প্রথম ধাপ। আইসিএমআর দ্বারা নির্বাচিত ১২টি কেন্দ্রগুলির মধ্যে এটি একটি। ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের (ডিসিজিআই) প্রোটোকল অনুসারে মেডিক্যাল সায়েন্সেস এবং এসইউএম (আইএমএস ও এসইউএম) হাসপাতালের একটি বিশেষ পরীক্ষাগারে বুধবার BBV152 COVID ভ্যাকসিন বা কোভাক্সিনের মানবিক পরীক্ষা শুরু হবে।
প্রিভেনটিভ ও থেরাপিক ক্লিনিকাল ট্রায়াল ইউনিট (PTCTU)-এর বিশেষ গবেষণাগারটি সোমবার ইনস্টিটিউটের ডিন গঙ্গাধর সাহু উদ্বোধন করেন। এই পরীক্ষার প্রধান এবং হাসপাতালের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ড: ই ভেঙ্কট রাও বলেছেন, “হিউম্যান ট্রায়ালের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আমরা বুধবার থেকে শুরু করার চেষ্টা করছি।” একনজরে দেখে নেওয়া যাক কোভাক্সিনের হিউম্যান ট্রায়াল সম্পর্কে জরুরি কিছু তথ্য:
১) স্বাস্থ্যকর স্বেচ্ছাসেবী, যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছর, যাদের করোনা আক্রান্ত হওয়ার কোনও ইতিহাস নেই, তারা ক্লিনিকাল ট্রায়ালগুলিতে অংশ নিতে পারবেন।
২) ট্রায়াল সেন্টারটি ভলিন্টিয়ারদের সব মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখবে। তারপর তারা পরীক্ষার জন্য উপযুক্ত কিনা, তার ছাড়পত্র দেবে।
৩) সম্ভাব্য স্বেচ্ছাসেবকদের পরীক্ষা করা হবে এবং তাদের ভ্যাকসিন দেওয়ার আগে তাদের স্বাস্থ্যের অবস্থার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করা হবে।
৪) ট্রায়াল সেন্টার আইসিএমআর প্রোটোকল অনুসারে ভলিন্টিয়ারদের শারীরিক ও ল্যাবরেটরি টেস্ট করবে। ট্রায়াল শুরুর আগে স্বেচ্ছাসেবীদের পরামর্শ দেওয়া হবে। যাদের ঝুঁকি রয়েছে প্রক্রিয়া শুরুর আগে তাদের সম্মতি গ্রহণ করা হবে।
৫) মানবিক বিষয় সম্পর্কিত ক্লিনিকাল ট্রায়ালগুলির চারটি পর্যায়ে পরিচালিত হবে।
৬) ২২ জুন থেকে শুরু হওয়া হিউম্যান ট্রায়ালের প্রথম ধাপের জন্য প্রায় ৩০-৪০ জন স্বেচ্ছাসেবী বাছাই করা হবে।
৭) যে সমস্ত নির্বাচিত স্বেচ্ছাসেবকরা ভ্যাকসিনটি নেবেন তাঁদের কোনও সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতা হচ্ছে কিনা, তা দেখতে ২ ঘণ্টা ট্রায়াল সেন্টারে পর্যবেক্ষণে থাকতে হবে।
৮) ১৪ দিনের ব্যবধানে তাদের দুটি ডোজ দেওয়া হবে।
৯) স্বেচ্ছাসেবকরা পরীক্ষার কেন্দ্রগুলির সাথে যোগাযোগ রাখবে। টিকা গ্রহণের পর যদি তাদের রক্তে অ্যান্টিবডি স্তর পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তবে তারা দ্বিতীয় এবং তার পরে তৃতীয় পর্যায়ে যেতে পারে।
১০) এই ক্লিনিকাল ট্রায়ালগুলিতে যাঁরা অংশ নিতে চান, তাঁরা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিষ্ঠানের ওয়েবসাইট- http://ptctu.soa.ac.in/ । এছাড়া 91 89172 11214 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
কোভ্যাক্সিন ভারতে নির্মিত COVID-19-এর প্রথম টিকা। আইসিএমআর এবং ভারত বায়োটেক যৌথভাবে এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের জন্য কাজ করছে। এটি ইতিমধ্যে ডিসিজিআইয়ের অনুমোদন পেয়েছে।