huge money
কলকাতা: একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগের মধ্যেই গত রবিবার ফের টেট পরীক্ষার আয়োজন করে রাজ্য সরকার৷ আর সরকারি চাকরির পরীক্ষা মানেই লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীর ফর্ম ফিল আপের হিড়িক৷ জানেন কি, পরীক্ষার আয়োজন করে কোটি কোটি টাকা উপার্জন করে পর্ষদ! ফলে এখানে প্রশ্ন জাগতেই পারে, বেকার যুবক-যুবতীদের টাকাতেই কি ফুলে ফেঁপে উঠছে পর্ষদের ভাণ্ডার?
গত বছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষার আয়োজন করেছিল রাজ্য৷ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৯০ হাজার৷ ফর্মের দাম ছিল ১৫০ টাকা। ২০২২ সালে টেট পরীক্ষা নিয়ে পর্ষদের কোষাগারে জমা হয়েছিল ১০ কোটি ৩৫ লক্ষ টাকা। এ বছর এক লাফে টেট পরীক্ষার ফর্মের দাম বাড়িয়ে ৫০০ টাকা করা হয়। পরীক্ষায় বসেন ৩ লক্ষ ৯ হাজার যুবক-যুবতী। সেই নিরিখে হিসাব করে দেখা গিয়েছে, ২০২৩ সালে টেটর ফর্মের বাবদ ১৫ কোটি ৪৫ লক্ষ টাকা আয় হয়েছে পর্ষদের। যদিও এর মধ্যে তফশিলি জাতি ও উপজাতির পরীক্ষার্থীরাও রয়েছেন। তাঁদের ফি সাধারণ পরীক্ষার্থীদের চেয়ে কম। সাধারণ শ্রেণির আবেদনকারীদের জমা দেওয়া ফি-এর উপরেই এই হিসাবে করা হয়েছে।