বেলা গড়াতেই বিপুল অভিযোগ নির্বাচন কমিশনে! বাড়ছে ভোটের হার

বেলা গড়াতেই বিপুল অভিযোগ নির্বাচন কমিশনে! বাড়ছে ভোটের হার

af9c638b0fe97aac9cd01e8c28078a71

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট পর্ব শুরু হতেই সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। বেলা যত গড়িয়েছে তত যেন হামলার ঘটনা বেড়েছে। কেশপুরে বিজেপি প্রার্থী এবং পোলিং এজেন্টের হামলার ঘটনায় ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে নির্বাচন কমিশনের। অন্যদিকে নন্দীগ্রামে হামলা হয়েছে শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর, এছাড়াও মহিষাদল থেকে শুরু করে ৩০ আসনের একাধিক বুথে অশান্তি হয়েছে। এই প্রেক্ষিতে জানা গিয়েছে, বেলা ১ টা পর্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে ১৬০ টি! সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে পূর্ব মেদিনীপুর থেকে। এদিকে বেলা যত বাড়ছে, তত বাড়ছে ভোটের হার। কমিশন সূত্রে খবর, বেলা ১ টা পর্যন্ত ভোটের হার ৫৮.১৫ শতাংশ। সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে। 

নির্বাচন কমিশন বলছে, সকাল ৭টা থেকে সকাল ১টা পর্যন্ত দ্বিতীয় দফার নির্বাচনে ভোট পড়েছে ৫৮.১৫ %। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৪৮.১৭%, পূর্ব মেদিনীপুরে ৬০.২২%,পশ্চিম মেদিনীপুরে ৫৯.২৩%, বাঁকুড়ায় ৫৯.৪৪%, নন্দীগ্রামে ৫৬.৭৮% ভোট পড়েছে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মোট ভোটের হার ছিল, ৩৭.৪২ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ছিল, ৪১.৪৯ শতাংশ। তার পরেই ছিল পূর্ব মেদিনীপুর, ৩৮.২৭ শতাংশ। এরপরে ছিল বাঁকুড়া, ৩৬.৯২ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় ছিল ২৭.০৫ শতাংশ। 

এদিকে, ইতিমধ্যেই ঘর ছেড়ে ব্যাটেল গ্রাউন্ডে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেয়াপাড়ার ভাড়া বাড়ি থেকে বেরিয়ে ভোট পরিদর্শনে যান তিনি৷ ঘুরছেন বিভিন্ন বুথে৷ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ভোটের দিন নন্দীগ্রামেই থাকবেন তিনি৷ কিন্তু সকাল থেকে তাঁর দেখা মেলেনি৷ তিনি যথন বাড়ি থেকে বেরলেন তখন ১টা বেজে গিয়েছে৷ অন্যদিকে,  আজ সকাল থেকেই মাঠে নেমে পড়েন শুভেন্দু অধিকারী৷ সকাল সকাল ভোট দিয়ে বিভিন্ন বুথে ছুটে বেড়ান নন্দীগ্রামের ভূমিপুত্র৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *