ফের বদলে গেল উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি, বিজ্ঞপ্তি বিভ্রাটে সংসদ!

ফের বদলে গেল উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি, বিজ্ঞপ্তি বিভ্রাটে সংসদ!

26689895ced1ae7dfaeab7b3c03b2d22

 

 কলকাতা:  একুশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে জুন মাসে করার কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী বছর ১ জুন থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ চলবে ১০ জুন পর্যন্ত। এর পরেই হবে উচ্চ মাধ্যমিক। কিন্তু, বিলম্বিত পরীক্ষা সূচি ঘোষণা হলেও আরও একদফায় বদলে গেল উত্তমাধ্যমিকের সূচি৷ নতুন সূচি ঘোষণা করেও ভুল এড়ালে পারল না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ শিক্ষামন্ত্রীর আর্জি মেনে উচ্চ মাধ্যমিকের সূচি বদল হলেও বিজ্ঞপ্তির তারিখ বিভ্রাট নিয়ে উদ্বিগ্ন শিক্ষক মহল৷  

গত বৃহস্পতিবার আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়। ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছিল সংসদ। সেই সূচি অনুসারে ৩০ জুন ছিল সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্টের পরীক্ষা৷ ওই দিনের পরীক্ষাগুলি অন্য দিন গ্রহণের জন্য সংসদের কাছে অনুরোধ জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কারণ এই দিন সারা দেশজুড়ে পালিত হয় হুল দিবস৷ আর উৎসবের দিন পরীক্ষা নেওয়ার পক্ষপাতি নয় সরকার৷ সে কারণেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে সূচি বদলের আর্জি জানান শিক্ষামন্ত্রী৷ মন্ত্রীর আর্জি মেনে ৩০ জুনের পরীক্ষার দিন বদল করে নতুন সুচি ঘোষণা করল সংসদ৷ কিন্তু, নতুন সূচির বিজ্ঞপ্তিতে দেখা দিয়েছে বিভ্রাট৷

26dee34be6c8190e3fdd12651c88fff2
সংসদের বিজ্ঞপ্তি  https://wbchse.nic.in//pdfs/Revises_Routine_ALL_2021.pdf

আজ সংসদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ‘‘রাজ্য সরকারের নির্দেশে এবং হুল দিবসের পরিপ্রেক্ষিতে ২০২১ সালে উচ্চ মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নির্ধারিত ৩০-০৫-২০২১ তারিখের সূচি পরিবর্তন হয়ে ০২-০৭-২০২১ তারিখে হবে৷ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে ০৩-০৭-২০২১ তারিখে৷’’ কিন্তু, এখানেই তৈরি হয়েছে বিভ্রাট৷ কেননা, ৩০-০৫-২০২১ তারিখে বা ৩০ মে কোনও পরীক্ষা সূচি ঘোষণা হয়নি৷ অর্থাৎ মে মাসের বদলে লেখা প্রয়োজন ছিল ৩০ জুন বা ৩০-০৬-২০২১৷ বিজ্ঞপ্তির বয়ানে তারিখ বিভ্রাট দেখা দিলেও মূল পরীক্ষা সূচিতে কোনও কোনও সমস্যা দেখা দেয়নি৷ পরীক্ষা সূচিতে জানানো হয়েছে, সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্টের পরীক্ষা হবে ০২-০৭-২০২১ তারিখ শুক্রবার৷ প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদের তরফে কোনও ‘তারিখ বিভ্রাট’ সংশোধন করা হয়নি৷  সংসদের এই তারিখ বিভ্রাট নিয়ে উষ্মা প্রকাশ করেছে শিক্ষক মহলের একাংশ৷ শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরিবর্তিত রুটিনেও তারিখ ভুল! ৩০/০৬/২০২১-এর পরিবর্তে লেখা হয়েছে ৩০/০৫/২০২১! এইটুকু সচেতনতা কি আশা করা যায় না?’’

দেখুন পরীক্ষাসূচি-

89dceac21f066e650d42f77b60b9c64f
উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *