উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যাল খাতা সংরক্ষণ করতে হবে স্কুলগুলিকে, নির্দেশ সংসদের

উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যাল খাতা সংরক্ষণ করতে হবে স্কুলগুলিকে, নির্দেশ সংসদের

কলকাতা: করোনা আবহে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ তবে ২০২২ সালে পরীক্ষা হবে খাতায় কলমে৷ তার আগে স্কুলগুলিকে প্র্যাক্টিক্যাল খাতাগুলি সংরক্ষণের নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ মঙ্গলবার এই মর্মে স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশিকা পাঠিয়েছে সংসদ৷ 

আরও পড়ুন- পড়ুয়াদের করোনা হলে দায় নেবে না স্কুল, নোটিশ দিয়ে জানাল বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষ

ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে স্কুলগুলিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে। ১৫ মার্চের পর প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর সংসদে জমা দিতে হবে। পাশাপাশি সমস্ত উত্তরপত্র স্কুলগুলিকে সংরক্ষিত রাখতে হবে। পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে তা চেয়ে পাঠাতে পারে সংসদ। 

পাশাপাশি আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ চলতি বছরের ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর সংসদে পাঠানোর কথা বলা হয়েছে৷ উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কোনও প্রশ্ন পাঠাবে না সংসদ। স্কুলগুলিকে বিষয় বস্তু জানিয়ে দেওয়া হবে৷ স্কুলগুলিই মূল্যায়ন করে পরীক্ষার নম্বর সংসদে পাঠাবে। 

প্রসঙ্গত, ২০২১ সালে উচ্চমাধ্যমিকের মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল একাদশ শ্রেণির প্রাপ্ত নম্বরের উপরেও। আগামী বছর হোম সেন্টারেই পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা৷ তবে প্রতিবারের মতো মাধ্যমিক হবে অন্য স্কুলের সেন্টারে। আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। শেষ হবে ২০ এপ্রিল। উচ্চমাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব কি না, তা স্কুলগুলির উপরেই ছেড়ে দিয়েছে সংসদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =