গাড়ি নিয়ে বেরিয়েছেন, সঙ্গে লাইসেন্স নেই? সমস্যার সমাধান করবে স্মার্টফোন

গাড়ি নিয়ে বেরিয়েছেন, সঙ্গে লাইসেন্স নেই? সমস্যার সমাধান করবে স্মার্টফোন

b3649696e0503f6b642265f57444e097

কলকাতা:  চার চাকার গাড়ি হোক, কিংবা বাইক, রাস্তায় বেরনোর আগে লাইসেন্স মাস্ট। কারণ রাস্তার কোনও মোড়ে ট্রাফিক পুলিশ ধরলেই বিপদ। লাইসেন্স দেখাতে না পারলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। তবে এই সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে আপনার স্মার্টফোন৷  পকেটে স্মার্টফোন থাকলে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু কীভাবে? 

আরও পড়ুন- ঘণ্টায় পাড় ১১০০ কিমি পথ! বোয়িং বিমানের চেয়েও দ্রুতগামী হাইপারলুপ আসতে পারে ভারতেও

গাড়ি চালানোর জন্য প্রয়োজন লাইসেন্সেরও৷ আর সেটা যদি সঙ্গে না থাকে, তাহলে আপনাকে বাঁচাতে পারে একমাত্র স্মার্টফোন৷ সেখানেই স্টোর করে রাখা যাবে আপনার লাইসেন্স সহ যাবতীয় গাড়ির কাগজপত্র। বর্তমানে পুলিশও এই ডিজিট্যাল লাইসেন্স গ্রহণ করে থাকে এবং তা ফিজিক্যাল লাইসেন্সের মতোই বিবেচ্য৷ 

এখন প্রশ্ন হল এই ডিজিট্যাল লাইসেন্স কীভাবে আপলোড করতে হবে?

স্মার্ট ফোনে ডিজিট্যাল লাইসেন্স রাখার জন্য একটি নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করতে হবে৷ যার নাম mParivahan App। এই অ্যাপের মাধ্যমেই আপনার লাইসেন্স এবং গাড়ির যাবতীয় কাগজপত্র স্টোর করে রাখা যাবে৷ তবে কীভাবে রাখবেন? এর জন্য রয়েছে বিশেষ কিছু পদ্ধতি। এক ঝলকে তা দেখে নেওয়া যাক-

•    প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে mParivahan অ্যাপটি ডাউনলোড করতে হবে।
•    ডাউনলোড হয়ে গেলে তা ফোনে ইনস্টল করে নিন এবং ওপেন করুন।
•    সেখানে নিজের ফোন নম্বর দিয়ে অ্যাপটি রেজিস্টার করুন৷ রেজিস্টার করার সময় আপনার ফোনে একটি OTP পাঠানো হবে। রেজিস্ট্রেসনের সময় ওই OTP-টি দিতে হবে।
•     রেজিস্টার হয়ে গেলে আপনার গাড়ির নম্বর দিন৷ 
•    গাড়ির নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট গাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য স্ক্রিনে ফুটে উঠবে। তা সেভ করার জন্য বেশ কিছু তথ্য দিতে হবে আপনাকে। সব তথ্য দেওয়ার পর তা সেভ করে রাখুন৷
•     আপনার ড্রাইভিং লাইসেন্সটিও একই উপায়ে এই অ্যাপে সেভ করতে পারবেন। তার জন্য লাইসেন্স নম্বর দিতে হবে। লাইসেন্স নম্বর দেওয়ার পর নির্দিষ্ট ফোনে OTP আসবে। সঠিক OTP দেওয়া হলেই ভার্চুয়াল DL সেভ হয়ে যাবে৷ 
•   একই পদ্ধতিতে আপনি সেভ করে রাখতে পারবেন আপনার ভার্চুয়াল ব্লুবুক এবং লাইসেন্স৷ রাস্তায় যদি পুলিশ আপনার গাড়ি ধরে, তাহলে আপনার স্মার্টফোনে রাখা এই অ্যাপটি দেখালেই সমস্যার সমাধান৷