চড়চড়িয়ে বাড়ল ৫ স্টকের দাম, কেমন ছিল আজকের বাজার?

চড়চড়িয়ে বাড়ল ৫ স্টকের দাম, কেমন ছিল আজকের বাজার?

3 stocks recomended

নয়াদিল্লি: কমল সেনসেক্স, তরতরিয়ে বাড়ল ব্যাঙ্ক নিফটি। শুক্রবার সকালে বাজার খুলতে না খুলতেই বড় লাফ দেখা যায় ব্যাঙ্ক নিফটি-র শেয়ারগুলিতে। আরবিআই এর মুদ্রানীতি আসার সঙ্গে সঙ্গেই সকাল ১০.০৫ মিনিট থেকে হু হু করে বাড়তে শুরু করে ব্যাঙ্ক নিফটি। সকাল ১১টার মধ্যে এটি ৪৮,১৯৮.০৫ পয়েন্টের স্তরে পৌঁছে যায়।

ব্যাঙ্কিং সেক্টরের শীর্ষ ৫ সংস্থার মধ্যে রয়েছে PNB, HDFC ব্যাঙ্ক, AU Small Finance Bank, Kotak Mahindra Bank এবং SBI। অন্যদিকে, ব্যাঙ্কিং খাতের কিছু শেয়ারের দামে পতনও দেখা গিয়েছে। তালিকায় রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে।

কিন্তু প্রশ্ন হল, আরবিআইয়ের এক সিদ্ধান্তেই কেন ঝড় উঠল শেয়ার মার্কেটে? দেখুন, এবারেও RBI রেপো রেটে কোনও পরিবর্তন করেনি। বর্তমানে রেপো রেট সাড়ে ৬ শতাংশেই দাঁড়িয়ে আছে। এই নিয়ে টানা সপ্তমবার রেপো রেটে কোনও পরিবর্তন করল না আরবিআই। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্কিং সেক্টর RBI-এর সিদ্ধান্তকে খুব পছন্দ করছে। সেই কারণেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ব্যাঙ্কিং শেয়ারের সূচকে বৃদ্ধি দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =