সামনেই দোল, কিছু বিষয়ে সতর্ক থাকাটা মাস্ট, নিরাপদে কাটুক আপনার খুদের বসন্তোৎসব

সামনেই দোল, কিছু বিষয়ে সতর্ক থাকাটা মাস্ট, নিরাপদে কাটুক আপনার খুদের বসন্তোৎসব

কলকাতা: ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে,বসন্ত এসে গেছে৷’ আর বসন্ত বানেই রং-এর উৎসব৷ পলাশের ঘ্রাণ৷ সব দুঃখ ভুলে একে অপরকে রাঙিয়ে নেওয়ার পালা৷ আর দোল বা হোলি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ কচিকাচাদের৷ আর তাতেই চিন্তা বাবা-মায়েদের৷ নিষেধ করলেই একরাশ মন খারাপ৷ মুখ গোমরা করে ঘরে বসে থাকা৷ সেটা কি আর উৎসবের দিনে দেখতে ভালো লাগে? তাই ওদের আর ‘না’ বলবেন না। ওরাও মেতে উঠুক রঙে রঙে৷ ওদের জীবনের রঙ থাকুক অমলিন। বাচ্চার সঙ্গে চুটিয়ে দোলের আনন্দ উপভোগ করুন আপনিও। তবে নিরাপদ দোলের জন্য মাথায় রাখুন কয়েকটা বিষয়।

আরও পড়ুন- বাড়ছে গ্যাসের দাম, কী করে জ্বালানির সাশ্রয় করবেন? মেনে চলুন সহজ নিয়মগুলি

রং খেলার আগে খুদেদের চুল বা ত্বকের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি৷ এদের কতি ত্বক ও চুলে যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখাটা আবশ্যক। তাই দোলের আগের দিন খুদের চুলে ভালো করে তেল মাখিয়ে দিন। সকালে রং খেলতে যাওয়ার আগে আরও একবার চুলে তেল লাগিয়ে দিতে ভুলবেন না যেন। আর আপনার রাজকন্যার চুল যদি লম্বা হয়, তাহলে তা ভালো করে বেঁধে দিন। তাতে করে চুল রুক্ষ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে৷ আবার তাড়াতাড়ি  রং উঠেও যাবে৷ ছেলেদের চুলেও তেল মাখিয়ে দিন৷ 

দোল খেলার আগে গায়েও ভালো করে তেল মাখিয়ে দিন সন্তানদের। নারকেল তেল বা অলিভ অয়েল শিশুদের ত্বকের জন্য সবচেয়ে বেশি উপকারী। তেল লাগালে ত্বক যেমন ভালো থাকে, তেমনই রং সরাসরি ত্বকে বসতে পারে না৷ স্নানের সময় খুব তাড়াতাড়ি রং উঠেও যায়।

দোলের আগে বাজার ছেয়ে যায়, হরেক রকম রোদচশমায়৷ কিন্তু, বাচ্চাদের জন্য রোদচশমা কিনতে যাওয়ার আগে সাবধান৷ দেখে-শুনে বাহারি চশমা কিনে ফেলুন৷ চোখে চশমা পরা থাকলে রং বা আবির চোখে ঢুকে যাওয়ার ভয় থাকবে না। পাশাপাশি খুদের ফ্যাশনও হবে জবরদস্ত৷

দোলের দিন বাচ্চাদের অবশ্যই নরম সুতির জামা পরান। হাত-পা ঢাকা জামা হলে বেশি ভালো৷ খেয়াল রাখবেন জামা যেন অতিরিক্ত ঢলঢলে বা অতিরিক্ত ফিটিংস না হয়। দামার মধ্যে দিয়ে যেন পর্যাপ্ত হাওয়া চলাচল করতে পারে৷ 

সাধারণত বাজারে যে রং বা আবির পাওয়া যায়, তাতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, যা বাচ্চার ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এই রং লাগলে র‍্যাশ, ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। কেমিক্যালযুক্ত এই সব রং বা আবির চোখে মুখে ঢুকে যায় তাহলেও বিপদ। তাই দোলে অবশ্যই প্রাকৃতিক রং বা আবির ব্যবহার করা উচিত৷ ভেষজ রং সব দিক থেকেই নিরাপদ৷ 

বাচ্চার দোল খেলা হয়ে গেলে রং তোলার জন্য ন্যাচারাল পদ্ধতি ব্যবহার করুন।  বেসন, হলুদ বা টকদইয়ের মিশ্রণ তৈরি করে আগে থেকেই রেখে দিন৷ রং খেলা হয়ে গেলেই বাচ্চার মুখে-হাতে সেই মিশ্রণ লাগিয়ে দিন। কিছুক্ষণ ওই ভাবে রাখার পর হালকা ঘষে স্নান করিয়ে পরিষ্কার করে দিন। অযথা সাবান দিয়ে ঘষাঘষি না করাই ভালো। এতে ত্বকের ক্ষতি হতে পারে।