পার্থ-অনুব্রতর ঘরে রাত কাটল শাহজাহানের, সিবিআই হেফাজতে ঘুমই এল না ‘বাঘে’র

পার্থ-অনুব্রতর ঘরে রাত কাটল শাহজাহানের, সিবিআই হেফাজতে ঘুমই এল না ‘বাঘে’র

seikh sahajahan

কলকাতা: পুলিশের নজর এড়িয়ে ৫৫ দিন ‘লুকিয়ে’ থাকার পর অবশেষে গ্রেফতার হন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান৷ সিআইডি-র ঘরে ঘুরে তিনি এখন সিবিআই হেফাজতে। ভবানী ভবন থেকে নিজেদের হেফাজতে নেওয়ার পর রাত্রি ৯টা বেজে ২২ মিনিটে শাহজাহানকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সিবিআই-এর খাঁচার বন্দি হয়ে কী ভাবে রাত কাটল সন্দেশখালির ‘বাঘ’-এর ? কী কী ঘটনা ঘটল? 

সিবিআই সূত্রে খবর, গতকাল জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় শাহজাহানের৷ সেখান থেকে ফেরার পর রাতেই প্রায় দু’ঘণ্টা জেরা করা হয় শাহজাহানকে। এর পর চিকিৎসকদের পরামর্শ মেনে হালকা খাবার দেওয়া হয় তাঁকে৷ পাতে ছিল ভাত,ডাল,সবজি৷ জানা গিয়েছে, নিজাম প্যালেসে যে ঘরে একসময় পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল রাত কাটিয়েছিলেন, সেই ঘরেই রাখা হয়েছে শাহাজানকে।

তাঁর ঘরের বাইরে পাহারায় ছিল সিআরপিএফ৷ রাতে তাঁকে ঘুমানোর সময় দেওয়া হলেও সিবিআই হেফাজতে দু’চোখের পাতা এক করতে পারেননি সন্দেশখালির ‘বাঘ’। শুক্রবার সকালে চা-বিস্কুট দেওয়া হয় শাহজাহানকে। তিনি ব্রেকফাস্টে ভাত খেতে চেয়েছেন বসে সিবিআই সূত্রে খবর৷ যদিও চিকিৎসকদের পরামর্শ মেনে সকালে রুটি,সবজি দেওয়া হবে শাহজাহানকে। সকাল ১১টা থেকেই শুরু হয়ে যাবে জিজ্ঞাসাবাদের পর্ব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 3 =