কতটা নিরাপদ টুথপেস্ট! জেনে ব্যবহার করছেন তো?

কলকাতা: ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া মানে, হাতে ব্রাশ আর টুথপেস্ট। দাঁত ও মুখ পরিষ্কার করতে এর ব্যবহার প্রতিদিনের। কিন্তু, দাঁত ভাল রাখতে গিয়ে বিপদ ডেকে…

কলকাতা: ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া মানে, হাতে ব্রাশ আর টুথপেস্ট। দাঁত ও মুখ পরিষ্কার করতে এর ব্যবহার প্রতিদিনের। কিন্তু, দাঁত ভাল রাখতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? অর্থাৎ, যে টুথপেস্টটা ব্যবহার করছেন, সেটা দাঁতের পক্ষে নিরাপদ কিনা তা নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত তো! কেন বিপজ্জনক টুথপেস্ট?

বিপদ লুকিয়ে টুথপেস্টের মধ্যে থাকা এক উপাদানে। সোডিয়াম লরাইল সালফেট, টুথপেস্টের এই উপাদান কতটা নিরাপদ তা নিয়ে বিতর্ক রয়েছে। তবুও বিশেষজ্ঞরা বার বার আলোচনা করে থাকেন এই উপাদান নিয়ে। দন্ত চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত দাঁতের পরিষ্কার ভাব ফেরানো এবং ফেনা তৈরির জন্য এই রাসায়নিকটি ব্যবহার করা হয়ে থাকে টুথপেস্টে। দাঁত এবং মাড়িতে জমে থাকা ময়লা দূর করতেও কার্যকরী এটি। কিন্তু এই উপাদান অনেকের ক্ষেত্রেই বিপদ ডেকে আনতে পারে। সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, এই সোডিয়াম লরাইল সালফেট প্রত্যেকের সহ্য হয় না। সেক্ষেত্রে বিশেষ প্রতিক্রিয়া হতে পারে। যেমন, মুখের ভিতরে চামড়ায় জ্বালা বা চুলকানির অনুভূতি হতে পারে। সেখান থেকে মুখ অস্বাভাবিক শুকিয়ে যাওয়া বা দগদগে ঘা পর্যন্ত হতে পারে। কারও কারও ক্ষেত্রে আবার অ্যালার্জির সমস্যাও দেখা যায়। অ্যালার্জির কারণে মুখে প্রদাহ, এমনকি মাড়ি ফুলে যায় অনেকের। তাই, টুথপেস্ট ব্যবহারের পর এই ধরনের কোনও সমস্যা হলে সতর্ক হতে বলছেন দন্ত চিকিৎসকরা।

শুধু তাই নয়, যাঁদের এই সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। যেমন, টুথপেস্ট কেনার সময় তাতে SLS রয়েছে কিনা দেখে নিতে হবে। মুখের ভিতর টানা কোনও সমস্যা, যেমন ঘা, চুলকানি বা শিরশিরানি হতে থাকলে অতি দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে।

টুথ পেস্টের ব্যবহার নিয়েও সচেতন হতে হবে। যেমন, দাঁত ও মুখের স্বাস্থ্যের জন্য খুব সামান্য পরিমাণে টুথপেস্ট ব্যবহার করতে হবে। না হলের মুখের ভিতরের স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *